ডবল ধামাকা! শাহরুখের ‘জওয়ান’-এর সঙ্গেই আসছে সলমনের টাইগার-৩?
‘পাঠান’-এর পর এবার ‘জওয়ান’ হয়ে ফিরছেন শাহরুখ খান। এর আগে ‘পাঠান’-এর হাত ধরে বক্স অফিসে ১১শ কোটির ব্যবসা দিয়েছেন কিং খান। তাই ‘জওয়ান’ ঘিরেও উত্তেজনা তুঙ্গে। এর ব্যবসা নিরিখে ‘জওয়ান’-‘পাঠান’কেও ছাপিয়ে যাবে, এমনই আশা নির্মাতাদের। এদিকে শাহরুখের দুটি ছবি ছাড়াও এই বছর যশরাজ ফিল্মসের তরুফের ত্রাস হতে চলেছে সলমন খানের আরও একটি ছবি।
হ্যাঁ, ঠিকই ধরেছেন, সলমনের ‘টাইগার’-এর কথাই বলছিলাম। শোনা যাচ্ছে ‘জওয়ান’ আর ‘টাইগার’ নাকি এবারও একসঙ্গেই আসতে পারেন। ঠিক যেমন ‘পাঠান’-এর সঙ্গে দেখা গিয়েছিল ‘টাইগার’ সলমনকে। আর শাহরুখ-সলমনকে একসঙ্গে দেখে মন ভরে ছিল দর্শকদের। সেকথা মাথায় রেখেই ‘জওয়ান’ ছবির সঙ্গে যুক্ত হতে পারে সলমনের ‘টাইগার’-এর টিজার। ‘টাইগার’ ছবির প্রমোশনাল প্ল্যান অন্তত সেটাই বলছে। প্রসঙ্গত ‘জওয়ান’ মুক্তি পাচ্ছে আগামী ৭ সেপ্টেম্বর।
আরও পড়ুন-‘আমি তখন ১২, মা আমার মানসিক চিকিৎসার জন্য থেরাপিতে পাঠান’, বলছেন আমির কন্যা ইরা
আরও পড়ুন-কলকাতায়-রণবীর আলিয়া, দুর্গাপুজোর আবহে তৈরি ‘ধিন্ডোরা বাজে রে’! হাজির চূর্নী-টোটা
টাইগার থ্রি প্রমোশনাল প্ল্যান
ফিল্ম সমালোচক, বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালন রবিবার রাতে টাইগার 3-এর অস্থায়ী প্রমোশনের পরিকল্পনা ফাঁস করেছেন। তাঁর টুইট অনুসারে…
১৫ অগস্ট – ক্যারাক্টর টিজার
৭ সেপ্টেম্বর – টাইগার থ্রি টিজার [জওয়ানের সঙ্গে যুক্ত হয়ে, এই দিনই মুক্তি পাচ্ছে জওয়ান]।
২৮ সেপ্টেম্বর – টাইগার থ্রি ট্রেলার
৬ অক্টোবর – প্রথম গান দ্বিতীয় গান
২৫ অক্টোবর টাইগার থ্রি ট্রেলার
২ নভেম্বর – শাহরুখ খান পোস্টার
৭ থেকে ৯ নভেম্বর -টাইগার থ্রি-র প্রচার
১০ নভেম্বর টাইগার থ্রি সিনেমার মুক্তি
প্রসঙ্গত, এর আগে যশরাজ ফিল্মসের ‘টাইগার’ ফ্রাঞ্চাইজির সবকটা ছবিই সুপার হিট। তাই টাইগার-থ্রি ঘিরেও আশায় বুক বাঁধছেন নির্মাতারা। স্পাই ইউনিভার্সের ছবি হিট হওয়ার কারণে বারবার এধরনের ছবিই বানাচ্ছেন নির্মাতারা।
টাইগার থ্রির গল্প অনুসারে ‘টাইগার’ ওরফে অবিনাশ সিং রাঠোর একজন RAW এজেন্ট। আর ক্যাটরিনা কাইফ হলেন টাইগারের স্ত্রী জোয়া হুমাইমি-রাঠোর, যিনি আবার প্রাক্তন আইএসআই এজেন্ট। প্রায় ৩০০ কোটি খরচে তৈরি টাইগার থ্রি যশ রাজ ফিল্মসের সবচেয়ে ব্যয়বহুল ছবি বলে জানা যাচ্ছে।
For all the latest entertainment News Click Here