‘ডন ৩’-তে শাহরুখ আছেন নাকি নেই? কিং খান ঘনিষ্ঠ জানালেন, তাঁর কাছে পাকা খবর আছে
ডন-এর নতুন পার্ট আসবে আর শাহরুখ তাতে থাকবেন না! এ যেন এক অকল্পনীয় বিষয়। কিন্তু সম্প্রতি তেমনই এক গুজব শোনা গিয়েছিল। হঠাৎই খবর রটে যায় শাহরুখ খানকে নাকি আর ডন ৩ ছবিতে দেখা যাবে না। এরপরই কিং খান ভক্তদের মাথায় হাত পড়ে যায়। তাঁরা কেউই ঠিক এই খবর হজম করতে পারেন না। অবশেষে পাঠান ভক্তদের জন্য স্বস্তির খবর মিলল। ইন্ডাস্ট্রির সূত্রে জানা গিয়েছে যে খবর রটেছে সেগুলো ভিত্তিহীন। শাহরুখ খানকে ছাড়া ডন ফ্র্যাঞ্চাইজির কোনও ছবি ছাড়া আসতেই পারে না বলে তিনি জানান।
গত সপ্তাহে একাধিক এমন রিপোর্ট প্রকাশ্যে এসেছিল যেখানে বলা হয় ফারহান খান নাকি তাঁর ডন ফ্র্যাঞ্চাইজির জন্য প্রধান মুখ হিসেবে অন্য কাউকে খুঁজছেন। শাহরুখের সঙ্গে এই ছবির বিষয় নিয়ে আলোচনা এখনও একই জায়গায় দাঁড়িয়ে আছে বলেই রটে যায়।
তবে এখন সেই সূত্রের মারফত অন্য খবর জানা গেল। তিনি জানালেন, ‘শাহরুখ খান এখন, এই সময়ে দাঁড়িয়ে ডনের চরিত্রে ফেরত যেতে চাইছেন না। তিনি এখন বাণিজ্যিক ছবি করতে চাইছেন বেশি করে যাতে সেই ছবিগুলো বিশ্বজুড়ে ছড়িয়ে তাঁর সমস্ত ভক্তদের কাছে পৌঁছয় এবং বিনোদন জোগায়। ফলে আগামী কয়েক বছরে শাহরুখ যে ধরনের ছবি করতে চান বা চলেছেন সেখানে ডন ছবিটির ঠিক জায়গা হবে না।’
এছাড়া জানা বর্তমানে ডন ৩ ছবিটির স্ক্রিপ্ট একদমই প্রাথমিক পর্যায়ে আছে। আর সেই স্ক্রিপ্ট শাহরুখের কথা মাথাতে রেখেই লেখা হচ্ছে। তিনি তাই জানিয়েছেন ‘এই সব খবরগুলো ভিত্তিহীন। কেবল একটা হইচই সৃষ্টি করার জন্য রটানো হয়েছে এই কথাগুলো। ডন ফ্র্যাঞ্চাইজির প্রথম দুটো ছবির সফলতাই বলে দেয় যে এটা বাণিজ্যিক ভাবে কতটা সফল। এখন ফারহান এই ছবির স্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন। শাহরুখ এই ছবি করবেন না বলে এখনও কোনও খবর নেই। এটা সবাই জানে শাহরুখকে ছাড়া ডনের ছবি হতে পারে না।’
তিনি তাঁর কথায় আরও জানান পাঠান যেখানে তাঁকে এতটা সাফল্য এনে দিয়েছে সেখানে দাঁড়িয়ে তিনি এমন কোনও বড় ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দেবেন না যা তাঁকে ব্যবসা এনে দিতে পারে। তাঁর মতে, ‘আসলে এখন শাহরুখকে নিয়ে খবর নেই, তাই এসব ছড়িয়ে লোকের নজরকাড়ার চেষ্টা করা হচ্ছে। পাঠানের পর তিনি জওয়ান, ডাঙ্কি ছবি দুটো বেছেছেন। পরে কোন কাজ করবেন সেটা উনি ঠিক করছেন, ডন ৩ ছবিটাও তাঁর মাথায় আছে।’
কিন্তু শোনা যাচ্ছে যে রণবীর এই ছবিতে থাকবেন? এই প্রশ্নের উত্তরে সেই ব্যক্তি স্পষ্টতই জানান, ‘শাহরুখ তো এই ছবি ছাড়ছেন না। আর যদি রণবীর এই ছবিতে সত্যিই থাকেন তাহলে এটাই দেখার পালা তাঁকে কীভাবে ব্যবহার করা হয় এই ছবিতে।’
For all the latest entertainment News Click Here