ডন ২-র ১০ বছরে শাহরুখকে ধন্যবাদ, প্রিয়াঙ্কাকে হলিউড কাঁপানোর বার্তা ফারহানের
২০১১ সালের ২৩শে ডিসেম্বর বক্স অফিস কাঁপিয়ে মুক্তি পেয়েছিল ‘ডন ২’। সদ্য ১০ বছরে পা দিল ফারহান আখতার পরিচালিত সেই ছবি। শাহরুখ খান -প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত সেই ছবি চুরমার করেছিল বক্স অফিসের জমে থাকা বহু রেকর্ড। এবার এই উপলক্ষেই ‘ডন ২’ স্পেশ্যাল একটি ভিডিয়ো নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ফারহান।
২০০৬ সালে ফারহানের পরিচালনাতেই মুক্তি পেয়েছিল ‘ডন’। ১৯৭৮য়ে অমিতাভ বচ্চন অভিনীত ‘ডন’ এর রিমেক ছিল সেই ছবি। এরপর ২০১১ সালে ‘ডন’ এর সিক্যুয়েল হিসেবেই দর্শকদের সামনে পেশ করা হয় ‘ডন ২’। প্রসঙ্গত, এই ছবির ধারালো সংলাপ ও গানও দারুণ জনপ্রিয় হয়েছিল দর্শকদের মধ্যে। তাই ‘ডন ২’ এর ১০ বছরের জন্মদিনে স্পেশ্যাল একটি ভিডিয়োর পাশাপাশি ছবির সমস্ত কলাকুশলীদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে একটি চিঠিও লিখেছেন ছবির পরিচালক স্বয়ং।
সেই চিঠিতে সবার আগে ডনরূপী শাহরুখ খানের ভূয়সী প্রশংসা করেছেন ফারহান। তিনি লিখছেন, ‘১০ বছর আগে পর্দায় পা রেখেছিল ডন। সেদিনই সে গুন্ডা, বদমাশদের বুঝিয়ে দিয়েছিল তাঁদের মধ্যে সেরা গুন্ডাটা আদতে কে! একমাত্র শাহরুখই পারত এই চরিত্রকে দুর্দান্তভাবে পর্দায় ফুটিয়ে তুলতে এবং তা সে করেওছিল। বিশেষ করে ছবির প্রথম দৃশ্যই যেভাবে শুরু হয়েছিল, সেটাই বাকি ছবি কোন দিকে এগোবে তার সুস্পষ্ট ইঙ্গিত দিয়ে দিয়েছিল।’
ফারহানের ইন্সটাগ্রামে উঠে এসেছে ‘ডন’ এর ‘রোমা’ প্রিয়াঙ্কা চোপড়ার নামও।ধন্যবাদ জানিয়ে ‘রোমা’র উদ্দেশে ফারহানের বার্তা, ‘হলিউড কাঁপাতে থাকো’।
তবে শাহরুখ ছাড়াও ছবির বাকি অভিনেতাদেরও যেমন ধন্যবাদ জ্ঞাপন করেছেন ফারহান তেমনি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি ‘ডন ২’র সমস্ত কলাকুশলী এবং অ্যাকশন টিমকেও। তালিকায় রয়েছে ছবির পোস্ট প্রোডাকশন টিমের নাম। এবং উল্লেখ করা হয়েছে জার্মানির বার্লিন শহরে ‘ডন ২’ এর শ্যুটিংয়ের লাইন প্রোডিউসারের টিমেরও।
For all the latest entertainment News Click Here