ঠিক যেন ধোনির প্রতিচ্ছবি- তিলকের হেলিকপ্টার শটে ছক্কা, বিস্মিত ভারতের প্রাক্তনী
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ একেবারে মুম্বই ইন্ডিয়ান্সের তরুণ তিলক বর্মাতে মুগ্ধ। রবিবার (২ এপ্রিল) বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) বিরুদ্ধে ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই) হারলেও, তিলক বর্মা ব্যাট হাতে সকলকে মুগ্ধ করেছ। তিলক বর্মা মাত্র ৪৬ বলে অপরাজিত ৮৪ রান করে মুম্বইয়ের স্কোরকে লড়াই করার মতো জায়গায় নিয়ে যেতে সাহায্য করে। মুম্বই ২০ ওভারে ১৭১ রান করেছিল। তবে তিলকের লড়াই ব্যর্থ হয়ে যায়। কারণ ফ্যাফ ডু’প্লেসি এবং বিরাট কোহলি মিলে আরসিবি-কে জয়ের দিকে নিয়ে। ম্যাচটি ব্যাঙ্গালোর ৮ উইকেটে জিতে যায়।
আরও পড়ুন: ডান পায়ে হাঁটুর উপর থেকে ব্যান্ডেজ, হাতে ক্রাচ, GT শিবির ছেড়ে দেশে ফিরে গেলেন কেন
তবে তিলক বর্মার লড়াইয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন প্রাক্তন তারকা ব্যাটসম্যান। পাশাপাশি মহম্মদ কাইফ আবার তিলক বর্মার হেলিকপ্টার শটেরও প্রশংসা করেছেন। ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির স্টাইলে রবিবার আরসিবি-র বিরুদ্ধে তিলক একটি হেলিকপ্টার শট মারেন। এই সেই শটটি সোজা ওভার বাউন্ডারি হয়ে যায়। কাইফ দাবি করেছেন, তিলককে ঠিক যেন ধোনির প্রতিচ্ছবি বলে মনে হচ্ছিল।
কাইফ স্টার স্পোর্টসে ম্যাচ-পরবর্তী আলোচনার সময় বলেছিলেন, ‘তিলক বর্মা লেগ সাইডে খুব শক্তিশালী। ও নীচের হাত ব্যবহার করে, তবে নিজের জন্য জায়গাও তৈরি করে। গ্রাউন্ডে সোজা ছক্কা মারে এবং স্কুপ শটও খেলে। তাই বলে যে ও শুধু লেগ সাইডে রান করতে পারে, তা নয়। আপনি যদি ওর হেলিকপ্টার শটটি মনোযোগ সহকারে দেখেন, তবে আপনার মনে হবে যেন, এমএস ধোনি এই শটটি মেরেছে, কারণ আপনি ওকে এখানে ডানহাতি ব্যাটসম্যান হিসাবে দেখতে পাবেন।’
আরও পড়ুন: IPL প্লে-অফের হিসেবে CSK, MI-এর থেকে RCB পিছিয়ে নেই- নিন্দুকদের মুণ্ডুপাত কোহলির
মহম্মদ কাইফ উল্লেখ করেছেন যে, ২০ বছরের ব্যাটসম্যান গত বছরও মুম্বই ইন্ডিয়ান্সের ঢাল হয়েছিলেন। যদিও মুম্বইয়ের বাকিরা একেবারে ল্যাজেগোবরে হয়েছিলেন। কিন্তু লড়াই করেছিলেন তিলক বর্মা। ২০২৩ আইপিএলেও তিলকের একই ছন্দ অব্যাহত। ২০২২ সংস্করণে মুম্বইয়ের ভরাডুবিতেও তিলক বর্মা ১৩১.০২-এর একটি দুর্দান্ত স্ট্রাইক রেটে ১৪ ম্যাচে ৩৯৭ রান করেছেন।
কাইফ যোগ করেছেন, ‘মুম্বইয়ের সবচেয়ে কঠিন সময় ছিল গত বছর। মুম্বই লড়াই করছিল এবং একটানা ম্যাচ হেরে যাচ্ছিল কিন্তু ও (তিলক বর্মা) ব্যাট হাতে আগুনে মেজাজে ছিল। ও দেখিয়ে দিয়েছে যে, ওর সাহস আছে। ও প্রথম বার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিল এবং নিয়মিত স্কোর করেছে এবং সেই ছন্দই এই বছর অব্যাহত রেখেছে।’
For all the latest Sports News Click Here