ঠাসা ক্রীড়াসূচি বাবরদের, ইংল্যান্ড-নিউজিল্যান্ড শেষমেশ পাকিস্তান সফরে যাবে তো?
২০২২-২৩ মরশুমের ঠাসা আন্তর্জাতিক ক্রীড়াসূচি ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। উল্লখযোগ্য বিষয় হল, সূচি অনুযায়ী চলতি বছরেই দু’বার ইংল্যান্ড ক্রিকেট দলের পাকিস্তান সফরে উড়ে যাওয়ার কথা। নিরাপত্তাজনীত কারণে ইতিমধ্যেই একবার পাকিস্তান সফর বাতিল করেছে ব্রিটিশরা। তাঁই শেষমেশ দু’টি সফরে ক্রিকেট খেলতে পাকিস্তানের ভূ-খণ্ডে পা দেবেন কিনা জো রুট-ইয়ন মর্গ্যানরা, তা নিয়ে সংশয় থেকেই যায়।
তাছাড়া পাকিস্তান সফরে খেলতে গিয়েও হঠাৎই দেশে ফিরে যাওয়া নিউজিল্যান্ডেরও নতুন বছরে দু’বার পুনরায় ওদেশে সফর করার কথা রয়েছে। সেই সফরগুলি নিয়েও এত আগে থেকে নিশ্চিয়তা দেওয়া মুশকিল হবে।
আরও পড়ুন:- কোন ক্ষেত্রে বিরাট কোহলির সমকক্ষ বাবর, নিজের মতামত জানালেন ফিঞ্চ, আপনিও কি একমত?
যদিও অস্ট্রেলিয়া ক্রিকেট দল নিরাপদে পাকিস্তান সফর শেষ করায় ছবিটা বদলেছে নিশ্চিত। পাক সফরে নিরাপত্তা নিয়ে যে সংশয় রয়েছে প্রথমসারির দেশগুলির মনে, তা অনেকটাই কেটে যাওয়ার কথা।
আরও পড়ুন:- এক নম্বরে বিরাট, দুইয়ে বাবর! দেখে নিন ওয়াটসনের ফেভারিট ফাইভের তালিকা
পাকিস্তানের ২০২২-২৩ মরশুমের ক্রীড়াসূচি:-
জুন, ২০২২: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩টি ওয়ান ডে (হোম সিরিজ)।
জুলাই-অগস্ট, ২০২২: শ্রীলঙ্কার বিরুদ্ধে ২টি টেস্ট ও ৩টি ওয়ান ডে (অ্যাওয়ে সিরিজ)।
অগস্ট, ২০২২: নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৩টি ওয়ান ডে (অ্যাওয়ে সিরিজ)।
সেপ্টেম্বর, ২০২২: এশিয়া কাপ (শ্রীলঙ্কা)।
সেপ্টেম্বর-অক্টোবর, ২০২২: ইংল্যান্ডের বিরুদ্ধে ৭টি টি-২০ (হোম সিরিজ)।
অক্টোবর-নভেম্বর, ২০২২: আইসিসি টি-২০ বিশ্বকাপ (অস্ট্রেলিয়া)।
নভেম্বর-ডিসেম্বর, ২০২২: ইংল্যান্ডের বিরুদ্ধে ৩টি টেস্ট (হোম সিরিজ)।
ডিসেম্বর, ২০২২-জানুয়ারি, ২০২৩: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২টি টেস্ট ও ৩টি ওয়ান ডে (হোম সিরিজ)।
জানুয়ারি, ২০২৩: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩টি টি-২০ (হোম সিরিজ)।
এপ্রিল-মে, ২০২৩: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫টি ওয়ান ডে ও ৫টি টি-২০ (হোম সিরিজ)।
For all the latest Sports News Click Here