ঠাম্মি এখন ভিলেন! হল্লা পার্টির উপরও চটেছে মিঠাই ভক্তরা,ভরসা শুধু সিডের ভালোবাসা
মহাশিবরাত্রিকে মহা-টুইস্ট মিঠাই-তে! ভগবান ভোলানাথের আর্শীবাদে মিঠাইয়ের বেঁচে থাকার প্রমাণ পেয়েছে সিদ্ধার্থ। মন্দিরে নিজের চোখে মিঠাইকে দেখেছে সে। কিন্তু তাঁর কথায় বিশ্বাস করতে পারছে না পরিবারের সদস্যরা। যদিও নিজের বিশ্বাসে অটল সিড। কিন্তু তাঁর কাউন্সিলিং-এর দরকার রয়েছে বলে বসে ঠাম্মি! এর জেরেই ঠাম্মির উপর ক্ষেপে লাল মিঠাই ভক্তরা। এখন তাঁদের কাছে ‘ভিলেন’ হয়ে গিয়েছে একসময়ের প্রিয় ঠাম্মি। কারণ তিনি চান যেনতেন প্রকারেণ সিদ্ধার্থ আর মিঠির সম্পর্কটা যেন মজবুত হয়। মিঠিকে স্ত্রীর মর্যাদা দিতে হবে সিদ্ধার্থকে, কড়াভাবে একথা নাতিকে জানিয়ে দিয়েছেন তিনি।
একজন লেখেন, ‘ঠাম্মি থেকে সবাই চাইছে মিঠি র সাথে সিডের সম্পর্ক। আশ্চর্য। সিড কি হাতের পুতুল। সবাই তো আমরা চাইছি মিঠির জীবনটা সুন্দর ভাবে গড়ে উঠুক। কিন্তু প্লিজ সেটা সিডের সাথে নয়’। অপর একজন লেখেন, ‘ঠাম্মির এতো সিডের বিয়ে নিয়ে মাথাব্যাথা কীসের, পারলে নিজে বরং এই বয়সে আরেকটা বিয়ে করুক, তখন বুঝবে ঠ্যালা’। শুধু ঠাম্মি নয়, হল্লা পার্টির আচরণেও বেশ বিরক্ত সকলে। কেউই সিদ্ধার্থকে বিশ্বাস করছে না, উলটে মিঠির সঙ্গে তাঁকে জুড়ে দেওয়ার চেষ্টা করছে।
‘মিঠাই’কে নিয়ে একটু বেশিই আবেগপ্রবণ তাঁর ভক্তরা। তাই তো লেখিকা থেকে গল্পের অনান্য চরিত্র সবার উপরেই খাপ্পা ফ্যানেরা। সিঙ্গল ফাদারও বাচ্চার দায়িত্ব সামলাতে পারে, লেখিকার এটা বোঝা উচিত দাবি ভক্তদের। শাক্য-মিঠির রসায়ন সবার পছন্দ হলেও তাঁকে শাক্যর মা হিসাবে মেনে নিতে না-রাজ ফ্যানেরা। সিদ্ধার্থের মুখে মিঠাই বেঁচে থাকার কথা শুনে খানিক ‘শক’-এ মিঠিও। তবে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘মিঠাই ম্যামের সংসার আমি তার হাতে তুলে দেব’। এই সংলাপেও আপত্তি রয়েছে মিঠাই ভক্তদের। তাঁদের কথায়, ‘এটা মিঠাইয়েরই সংসার, মিঠি আবার ওর হাতে সংসার তুলে দেওয়ার কে? লেখিকার উচিত যত্নশীল হওয়া এইসব লেখবার আগে’।
আরও পড়ুন-মুম্বইয়ে কনসার্টে সোনুর উপর হামলা,বিধায়ক-পুত্রের বিরুদ্ধে FIR,ক্ষমা চাইল পরিবার
গত কয়েক মাস ধরেই টলিপাড়ায় গুঞ্জন শেষের পথে ‘মিঠাই’। তবে গল্পে একের পর এক টুইস্ট এসেছেই চলেছে। বন্ধু মিষ্টির মা-ই আদতে মিঠাই, বিশ্বাস সিদ্ধার্থের। কিন্তু সেটা প্রমাণে ব্যর্থ হবে উচ্ছেবাবু। শেষ মুহূর্তে নফর ও রনির চক্রান্তে মিঠাইয়ের বদলে অন্য কাউকে মিষ্টির মা হিসাবে সামনে আনা হবে। সুতরাং সিড-মিঠাইয়ের মিলনে আরও খানিকটা সময় অপেক্ষা করতে হবে দর্শকদের। ভক্তদের এখন একটাই প্রার্থনা মিঠিকে যেন ভিলেন না বানানো হয়, মিঠাই ফিরে আসবার পর মিঠি যেন পজেটিভ চরিত্রই থাকে। পাশাপাশি তাঁর জন্য একজন নতুন হিরোর এন্ট্রি হোক শিগগির, চাইছে মিঠাই ফ্যানেরা।
আরও পড়ুন-শাড়ি ছেড়ে বিকিনিতে সূর্যর কাকিমা! বরের সঙ্গে থাইল্য়ান্ড সফরে সুপারহট সায়ন্তনী
For all the latest entertainment News Click Here