ট্রোলারের মুখ ‘চটির মতো’! নিজের করা কমেন্টের সপক্ষে যা বললেন বুমরাহ-পত্নী সঞ্জনা
সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ কোনও নতুন ঘটনা নয় তারকাদের কাছে। এমনকী তাঁদের স্বামী বা স্ত্রী, বান্ধবীদেরকেও ছাড়েন না একটা অংশ। ঠিক যেমনটা হয়েছিল জসপ্রীত বুমরাহর ঘরণী সঞ্জনা গণেশনের সঙ্গে। ঘণ্টাকয়েক আগেই একজন ইনস্টাগ্রাম ইউজার সঞ্জনার উদ্দেশে লেখেন- ‘ম্যাম, এতোটাও সুন্দরী তো নও কিন্তু বুমরাহকে কী করে পটালে?’ আর যার জবাবে এই টেলিভিশন প্রেজেন্টার লেখেন, ‘আর নিজে যে চপ্পলের মতো মুখ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সেটার কী?’ নিমেষে ভাইরাল হয়েছিল সঞ্জনার সেই কমেন্ট। অনেকেই প্রশংসার সুরে বলেছিলেন, এভাবেই ট্রোলারদের মুখ বন্ধ করা উচিত।
নিজের করা এই মন্তব্যের সপক্ষে কথা বলতেই ফের ইনস্টায় এলেন সঞ্জনা। স্টোরিতে লিখলেন একটি দীর্ঘবার্তা নিজের ট্রোলারদের উদ্দেশে–
‘কিছুক্ষণ আগে আমি জবাব দেই একজন ট্রোলারকে, ঠিক সেই এনার্জিতে যা দিয়ে সে আমাকে আঘাত করতে চাইছিল। আর তার জবাবে সে ততক্ষণাৎ কমেন্টটা মুছে ফেলে। আমার কমেন্ট রিপোর্ট করে আর অ্যাকাউন্ট প্রাইভেট করে দেয়। যাতে বোঝা যায় গোটা ব্যাপারটা তার পছন্দ হয়নি।
এখন আমার প্রশ্ন হল, তুমি একজন ট্রোল হয়েও একটা নেতিবাচক মন্তব্য নিতে পারছ না তাহলে কেন আমার থেকে আশা করা হয় এরকম হাজার কটাক্ষ করা মন্তব্য চুপচাপ হজম করব রোজ।
আপনারা করলে ঠিক আছে, আর আমি করলে সেটা ঠিক নেই? কেন এই দ্বিচারিতা?
সোশ্যাল মিডিয়ায় কাউকে কিছু বলার আগে দ্বিতীয়বার ভাবুন। কোন কথা যদি আপনার শুনতে ভালো না লাগে, তাহলে সেই ধরনের কথা অন্য কাউকে বলবেন না বা কমেন্ট করবেন না কখনোই।’
২০২১ সালের মার্চ মাসে বুমরাহর সঙ্গে বিয়ে হয় সঞ্জনার। ফেমিনা মিস ইন্ডিয়া পুনে-তে অংশ নিয়েছিলেন একসময়। গিয়েছিলেন স্প্লিটসভিলাতেও। স্টার স্পোর্টসে ক্রিকেট অনুষ্ঠান সঞ্চালনার সময়তে দুজনের আলাপ। সেখান থেকেই প্রেম। এর আগে এশিয়া কাপ চলাকালীন স্বামীর সঙ্গে একটি পুরনো ছবি পোস্ট করেছিলেন সঞ্জনা। আর ভারত হারের রাগ দেখিয়ে সেই ছবিতে এক নেট-নাগরিক মন্তব্য করেছিলেন, দেশের হারে কোনও খারাপ লাগা নেই ক্রিকেটারের। বরং বউয়ের সঙ্গে মজা করছে। যার জবাবে সঞ্জনা লিখেছিলেন, ‘এটা পুরনো ছবি দেখতে পাচ্ছিস না? চোমু আদমি।’
For all the latest entertainment News Click Here