ট্রেন দুর্ঘটনার কবলে পড়া মানুষদের পাশে ক্যারি মিনাতি, লাইভ করে তুললেন ১৩ লাখ
জনপ্রিয় ইউটিউবার অজয় নগর, যাঁকে আমরা সবাই ক্যারি মিনাতির নামে চিনি তিনি এবার করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কবলে যাঁরা পড়েছিলেন তাঁদের পাশে দাঁড়ালেন। তিনি এটার জন্য নিজের ইউটিউব চ্যানেল ‘ক্যারিস লাইভ’-এ টানা বেশ কয়েক ঘণ্টার একটি চ্যারিটি স্ট্রিমের আয়োজন করেন। শনিবার তিনি এই কাজটি করেন।
প্রসঙ্গত শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালাসোরের কাছে মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগে করমণ্ডল এক্সপ্রেসের। বাদ যায় না যশবন্ত এক্সপ্রেসও। আর সবটা মিলিয়ে ভারতীয় রেলের কাছে একটা কালো দিন হিসেবে মার্ক হয়ে যায় ২ জুন। সরকারি হিসেবে মৃতের সংখ্যা ২৮০ ছাড়িয়েছে। আহত প্রায় ১০০০। এই ট্রেন দুর্ঘটনার কবলে পড়া মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য এই উদ্যোগ নেন ক্যারি মিনাতি। লাইভ করে তিনি যে অর্থ উপার্জন করেন এদিন তিনি সেটা পুরোটাই ওড়িশার মুখ্যমন্ত্রীর তহবিলে দান করবেন বলে জানিয়েছেন।
জানা গিয়েছে এদিনের লাইভ স্ট্রিম থেকে প্রায় বারো লাখ, একদম সঠিক ভাবে বললে ১১ লাখ ৮৭ হাজার ৬১২ টাকা উঠেছে, আর ক্যারি মিনাতি নিজে ১.৫ লাখ টাকা দান করেছেন। এই ভাবনা এবং দুর্ঘটনার বিষয়ে তিনি বলেন, ‘এই ভিজ্যুয়ালগুলো দেখে মন খারাপ হয়ে যাচ্ছে। যাঁরা যাঁরা এই দুর্ঘটনার মধ্যে দিয়ে গেছেন তাঁদের সবার প্রতি আমার সমবেদনা রইল। যাঁরা আহত হয়েছেন তাঁরা যেন দ্রুত সেরে ওঠেন। আর যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন এই দুর্ঘটনায় তাঁদের প্রতি সমবেদনা রইল। এই সময়টা এমনই যখন আমাদের সবাইকে একত্রিত হতে হবে। মানবিকতার খাতিরে সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে।’
এটাই প্রথমবার নয় যখন ক্যারি মিনাতি পীড়িতদের পাশে দাঁড়ালেন। তিনি এর আগেও ২০২০ সালে অসম এবং বিহারের বন্যা কবলিত এলাকার মানুষদের জন্য লাইভ স্ট্রিম করে ১২ লাখ টাকা তুলেছিলেন। নিজে ব্যক্তিগত ভাবে আরও ১ লাখ টাকা দান করেন। এছাড়া ২০১৮ সালে কেরলের বন্যা, পুলওয়ামা অ্যাটাক, ২০১৯ এর ফনি, ২০২২ -এর অসমের বন্যা, ইত্যাদি ঘটনার পরও একই কাজ করেছিলেন।
For all the latest entertainment News Click Here