ট্রায়ালে কেন জাননি, কারণ জানিয়ে BAI এর বিরুদ্ধে রাগ উগরে দিলেন সাইনা
তারকা শাটলার সাইনা নেহওয়াল কমনওয়েলথ এবং এশিয়ান গেমসের ট্রায়াল থেকে নাম প্রত্যাহার করার জন্য নিজের ব্যাখ্যা দিলেন। একের পর এক টুইট করে নিজের বক্তব্য রাখলেন সাইনা। এই সময়ে সাইনা ভারতের ব্যাডমিন্টন ফেডারেশনের বিরুদ্ধে সাড়া না দেওয়ার অভিযোগও করেছেন তিনি। এর পাশাপাশি বিচারের সময়সূচি নিয়েও প্রশ্ন উঠেছে। এর আগে,লন্ডন অলিম্পিকের ব্রোঞ্জ পদক জয়ী সাইনা এই বছর অনুষ্ঠিত হতে যাওয়া কমনওয়েলথ এবং এশিয়ান গেমস সম্পর্কিত ট্রায়ালে অংশগ্রহণ না নেওয়ার বিষয়ে বিএআইকে একটি ইমেল পাঠিয়েছিলেন। তবে এর পর টুইট করে ব্যাডমিন্টন ফেডারেশনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। সাইনা ২০১০ এবং ২০১৮ কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জিতেছিলেন।
সাইনা তার টুইটে লিখেছেন,‘সমস্ত নিবন্ধ দেখে হতবাক,যাতে লেখা আছে যে আমি কমনওয়েলথ শিরোপা এবং এশিয়ান গেমসের পদক রক্ষা করতে চাই না। সেজন্য আমি বাছাই ট্রায়ালে অংশ নিচ্ছি না।কারণ আমি ইউরোপে ৩ সপ্তাহ বিভিন্ন টুর্নামেন্ট খেলে ফিরে এসেছি এবং সূচি অনুযায়ী এশিয়ান চ্যাম্পিয়নশিপও হওয়ার কথা। দুই সপ্তাহের মধ্যে একটানা ইভেন্টে অংশ নেওয়া একজন সিনিয়র খেলোয়াড়ের পক্ষে অসম্ভব। এতে আহত হওয়ার আশঙ্কা অনেক বেশি।তাই এত অল্প সময়ের মধ্যে ট্রায়ালে অংশগ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। আমি বিষয়টি ভারতের ব্যাডমিন্টন ফেডারেশনকে জানিয়েছি। কিন্তু তাদের পক্ষ থেকে কোনও সাড়া পাওয়া যায়নি। মনে হচ্ছেBAI আমাকে কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসের প্রচারের বাইরে রাখতে পেরে খুশি।’
সাইনা আরও লিখেছেন,‘আমি আশা করব যে কীভাবে সময়সূচী পরিচালনা করা হয় এবং ১০ দিনের নোটিশে কোনও ইভেন্ট সংগঠিত হয় না তা আমার আরও ভালভাবে বুঝতে হবে। আমি বর্তমানে বিশ্ব র্যাঙ্কিংয়ে ২৩তম স্থানে আছি এবং আমি অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে বিশ্ব নংওয়ান আকানকে প্রায় হারিয়েছি। কিন্তু ইন্ডিয়া ওপেনে একটা হার এবং BAI আমাকে টেনে নামানোর চেষ্টা করছে। ভারতের ব্যাডমিন্টন ফেডারেশনের এই আচরণে আমি অবাক।’
For all the latest Sports News Click Here