ট্যুর চলাকালীন গুরুতর চোট, হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক, বাতিল আমেরিকার কনসার্ট
এপি ধিলোন ভক্তদের জন্য খারাপ খবর! উত্তর আমেরিকার বিভিন্ন শহরে পারফর্ম করছিলেন তিনি। কিন্তু ঘটে গেল দুর্ঘটনা। চোট পেয়ে আপতত হাসপাতালে ভর্তি এই ইন্দো-কানাডিয় গায়ক। এর জেরেই উত্তর আমেরিকার লস অ্যাঞ্জেলস এবং সান সান ফ্রান্সিসকো শহরে অনুষ্ঠিত হতে চলা কনসার্ট বাতিল করলেন গায়ক। নভেম্বরের প্রথম সপ্তাহেই এই দুটি কনসার্ট অনুষ্ঠিত হওয়ার। এর জন্য ফ্যানেদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন গায়ক।
ঠিক কীভাবে চোট পেলেন এপি ধোলন তা স্পষ্ট নয়। তবে ইনস্টাগ্রাম স্টোরিতে যে ছবি তিনি শেয়ার করেছেন তাতে স্পষ্ট এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন এপি ধিলোন। ক্যালোফোর্নিয়ার ভক্তদের কাছে ক্ষমা চেয়ে তিনি লেখেন, ‘আমার ক্যালিফোর্নিয়ার সব ভক্তদের বলছি আমার মন ভেঙে যাচ্ছে এই খবরটা শোনাতে। কিন্তু জানাতেই হবে। চোটের কারণে লস অ্যাঞ্জেলস এবং সান ফ্রান্সসিসকো কনসার্ট সাময়িকভাবে ভেস্তে যাচ্ছে। ট্যুর চালাকালীনই চোট পেয়েছি আমি। এখন আমি ভালো আছি এবং ধীরে ধীরে সেরেও উঠছি। তবে এখনই আমার পক্ষে স্টেজে পারফর্ম করাটা সহজ হবে না। তোমাদের সঙ্গে দেখা করব বলে অনেক সপ্তাহ ধরে অপেক্ষায় ছিলাম, তোমাদের কাছ থেকে আবারও ক্ষমা চাইছি এই অসুবিধার মধ্য়ে পড়বার জন্য। কয়েক সপ্তাহ পর তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত নিজেদে টিকিটগুলো সামলে রেখো’। জানা গিয়েছে নির্ধারিত দিনের জন্য কাটা টিকিটেই নতুন তারিখেও কনসার্ট দেখতে পারে অনুরাগীরা।
জানা গিয়েছে সান ফ্রান্সিসকোতে আগামী ২রা ও ৩রা নভেম্বরের বদলে ১৩ই ডিসেম্বর এবং লস অ্যাঞ্জেলসসে ৪ঠা নভেম্বরের বদলে ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
‘ব্রাউন মুন্ডে’ গানের জন্য রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন এই সাবওয়ে। সঙ্গীতের আকাশে একদম ‘ধূমকেতু’র মতো প্রবেশ এই পপস্টারের। ২০১৯ সালে জিমিক্সারের সঙ্গে তাঁর ‘ফেক’ গানটি তুমুল সাড়া ফেলেছিল। হিপহপ, ব়্যাপ, পপ- পশ্চিমী দুনিয়ার একাধিক জঁর গানের সঙ্গে পঞ্জাবের মাটির সোঁধাও উঠে আসে এপি ধিলোনের গানে। গায়কের দ্রুত আরোগ্য কামনা শুরু করে দিয়েছেন তাঁর গুণগ্রাহী ভক্তরা।
For all the latest entertainment News Click Here