ট্যাক্স ফাঁকি-ভুয়ো বিলের অভিযোগ আনন্দ আহুজার উপর, টুইটারে ঝগড়া করলেন সোনমের বর
সোনম কাপুরের বর, ব্যবসায়ী আনন্দ আহুজা জড়ালেন বড় বিতর্কে। মাইইউএস (MyUS) নামে এক আন্তর্জাতিক শিপিং সংস্থা তাঁর উপর এনেছে কর ফাঁকি আর ভুয়ো বিল দেওয়ার অভিযোগ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে নিয়েছেন আনন্দ।
এইসব শুরু হয় গত মাসে। ২০২২ এর ২৭ জানুয়ারি টুইটারে মাইইউএস-র ‘জঘন্য অভিজ্ঞতা’ নিয়ে টুইট করেছিলেন আনন্দ। “MyUS-এর কাউকে আপনারা কেউ চেনেন? আমার সম্প্রতি খুব সাংঘাতিক অভিজ্ঞতা হয়েছে এখানে। তাঁরা আমার জিনিস আটকে রেখেছে। ফরমাল পেপার ওয়ার্ক করতেও রাজি হচ্ছে না।” সেই টুইটে কমেন্ট করতে দেখা গিয়েছিল সোনমকেও।
টুইটারে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন আনন্দ এই সংস্থার সাথে। MyUS-এর তরফে টুইটে দাবি করা হয়েছে কাস্টমার সার্ভিসের মান খারাপ হওয়ার কোনও প্রশেনই আসে না। বরং আনন্দ নিজে ইবে থেকে কেনা স্নিকার্সের দাম ভুল জানিয়েছিল। যাতে তাঁকে কম ট্যাক্স দিতে হয়। সঙ্গে টুইটে এটাও বলা হয় প্রায় ৯০ শতাংশ দাম কম লেখা হয়েছিল বিলে।
তবে এইসব দাবি উড়িয়ে দিয়েছেন আনন্দ। বরং তাঁর দাবি সংস্থা ইচ্ছে করে তাঁর পন্য আটকে রেখেছিল যাতে লেট ফি-র নামে আরও বেশি টাকা নিতে পারেন। সাথে জানিয়ে দেন তিনি এখান থেকে অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছেন। পরিত্রাণ পেয়েছেন।
২০১৮ সালে গাঁটছড়া বেঁধেছিলেন সোনম কাপুর-আনন্দ আহুজা। আনন্দ বড় হয়েছেন দিল্লিতে। ফ্যাশন নিয়ে কাজ করছেন তিনি। ভারতের সবচেয়ে বড় এক্সপোর্ট কোম্পানি Shahi Export House-র ম্যানেজিং ডিরেক্টর পদে রয়েছেন আনন্দ। বিয়ের পর থেকে লন্ডনেই রয়েছেন তাঁরা।
For all the latest entertainment News Click Here