টেস্ট না টি-২০! ৩৬ বলে হাফ-সেঞ্চুরি করে নিউজিল্যান্ডের চাপ কাটালেন গ্র্যান্ডহোম
আক্রমণই রক্ষণের সেরা উপায়, এমন মন্ত্রে দীক্ষিত হয়েই বোধহয় ব্যাট হাতে মাঠে নামেন কলিন ডি’গ্র্যান্ডহোম। নাহলে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে হাই-ভোল্টেজ টেস্টে যখন কোনও দল মাত্র ৯১ রানে ৫ উইকেট হারিয়ে বসে, তখন সাত নম্বর ব্যাটসম্যান ক্রিজে এসেই ব্যাট হাতে এমন তাণ্ডব চালাতে পারেন!
নিউজিল্যান্ডের তারকা অল-রাউন্ডার চাপ কাটাতে ক্রিজে এসেই ব্যাট চালাতে শুরু করেন। মাত্র ৩৬ বলে তিনি ব্যাক্তিগত হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকে যান। গ্র্যান্ডহোমের এমন আগ্রাসী ইনিংসের জন্যই নিউজিল্যান্ড ম্যাচ থেকে ছিটকে যায়নি।
ক্রাইস্টচার্চের দ্বিতীয় টেস্টে শুরুতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। প্রথম দিনের শেষে তারা প্রথম ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ২৩৮ রান তোলে। তার পর থেকে খেলতে নেমে দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকা অল-আউট হয় ৩৬৪ রানে। সারেল এরউই ১০৮, ডিন এলগার ৪২, এডেন মার্করাম ৪২, রাসি ভ্যান ডার দাসেন ৩৫, তেম্বা বাভুমা ২৯, কেশব মহারাজ ৩৬ ও মারকো জানসেন অপরাজিত ৩৭ রান করেন।
নিউজিল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে নেইল ওয়াগনার ৪টি, ম্যাট হেনরি ৩টি, কাইল জেমিসন ২টি ও টিম সাউদি ১টি উইকেট নেন। উইকেট পাননি গ্র্যান্ডহোম।
জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড প্রাথমিক ব্যাটিং বিপর্যয়ে পড়ে। তবে গ্র্যান্ডহোমের ঝোড়ো হাফ-সেঞ্চুরির সুবাদে দ্বিতীয় দিনের শেষে তারা ৫ উইকেটের বিনিময়ে ১৫৭ রান তোলে। টম লাথাম ০, উইল ইয়ং ৩, ডেভন কনওয়ে ১৬, হেনরি নিকোলস ৩৯ ও টম ব্লান্ডেল ৬ রানে আউট হন। ডারিল মিচেল ২৯ ও গ্র্যান্ডহোম ৫৪ রানে অপরাজিত রয়েছেন। কলিন ৭টি চার ও ২টি ছক্কা মেরেছেন। ৩টি উইকেট নিয়েছেন রাবাদা। ২টি উইকেট দখল করেন জানসেন। আপাতত প্রথম ইনিংসের নিরিখে দক্ষিণ আফ্রিকার থেকে ২০৭ রানে পিছিয়ে রয়েছে নিউজিল্যান্ড।
For all the latest Sports News Click Here