টেস্ট ক্রিকেট নিয়ে ইয়ার্কি হচ্ছে! ইন্দোরের পিচ দেখে চটলেন দিলীপ বেঙ্গসরকার
ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে চার ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচটি চলছে ইন্দোরে। এই ম্যাচের পিচ নিয়ে এখন থেকে সমালোচনার ঝড় বয়ে চলেছে। খেলার প্রথম দিনেই মোট ১৪টি উইকেট পড়েছিল। তিন দিনের মধ্যে আবারও প্রতিযোগিতা শেষ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রথম দিনেই হোলকার স্টেডিয়ামের পিচে স্পিনাররা অনেক টার্ন পেয়েছিলেন এবং এই পিচে ব্যাটারদের খেলা বেশ কঠিন হয়ে পড়েছিল।
ম্যাচের প্রথম দিনে লাঞ্চের কিছুক্ষণ পরেই ভারতীয় দলের প্রথম ইনিংস ১০৯ রানের মধ্যেই গুটিয়ে যায়। একই সময়ে অস্ট্রেলিয়া দল ১৫৬ রানে চার উইকেট হারিয়েছিল। এরপরে ম্যাচের দ্বিতীয় দিনে ১৯৭ রানের মধ্যেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। অর্থাৎ ৪১ রানের মধ্যেই ছয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। বিশেষজ্ঞরা মনে করছেন ইন্দোরের টেস্ট ম্যাচের পিচের ক্ষেত্রে বড় পদক্ষেপ নিতে পারে আইসিসি। ম্যাচ রেফারি ক্রিস ব্রড নিশ্চিত যে ইন্দোরের পিচের খারাপ প্রকৃতির দিকে খেয়াল রাখবেন তিনি এবং পিচটি গড় রেটিং পেতে পারে। নাগপুর ও দিল্লির পিচ গড় রেটিং পয়েন্ট পেয়েছিল, কিন্তু এখন ইন্দোরের পিচের ক্ষেত্রে আইসিসি খুবই কঠোর হতে পারে।
আরও পড়ুন… কাতার বিশ্বকাপ জয়ী দলের ৩৫ জন সদস্যকে সোনার আইফোন উপহার দিচ্ছেন মেসি! জানেন এক একটির দাম কত?
এর আগে তৃতীয় টেস্ট ম্যাচটি ধর্মশালায় হওয়ার কথা থাকলেও দুই সপ্তাহ আগে ইন্দোরে ম্যাচটি আয়োজনের ঘোষণা করা হয়েছিল। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে কিউরেটররা পিচ তৈরির পুরো সময় পেয়েছেন কি না? তিনটি টেস্টেই বিপুল সংখ্যক দর্শক স্টেডিয়ামে আসলেও তিন দিনে টেস্ট ম্যাচ শেষ হওয়া এই বড় ফর্ম্যাটের জন্য বিপদের ঘণ্টা।
ভারতের প্রাক্তন অধিনায়ক দিলীপ বেঙ্গসরকার মনে করেন যে তিন দিনের মধ্যে ভারতে টেস্ট শেষ করার অনুশীলন সঠিক নয়। দিলীপ বেঙ্গসরকার বলেছেন যদি ভালো ক্রিকেট দেখতে হয় তাহলে পিচ ভালো করতে হয় কারণ পিচই সব পার্থক্য করে দেয়। তিনি আরও বলেছেন যদি প্রথম দিন এবং প্রথম সেশন থেকেই বল টার্ন করে এবং তাও অসম বাউন্সের সঙ্গে সেটা হয় তাহলে বলতে হবে যে টেস্ট ক্রিকেট নিয়ে ইয়ার্কি হচ্ছে।
বেঙ্গসরকার বলেছেন, ‘আপনি যদি ভালো ক্রিকেট দেখতে চান, তাহলে পিচ নিজেই সব পার্থক্য করে দেয়। আপনার এমন উইকেট থাকা উচিত যেখানে ব্যাটসম্যান এবং বোলার উভয়ই সমান সুযোগ পেতে পারে। বল যদি প্রথম দিন থেকেই বাঁক নিতে শুরু করে এবং প্রথম সেশন থেকেই এবং তাও অসম বাউন্সের সঙ্গে, তাহলে তা সেই পিচ টেস্ট ক্রিকেটকে উপহাস করে।’
আরও পড়ুন… স্বামী তো একগুঁয়ে, শার্দুলের স্ত্রীকে KKR-এর সহকারী কোচ নায়ারের মজার পরামর্শ
দিলীপ বেঙ্গসরকার বলছেন, ‘টেস্ট ক্রিকেটের জন্য দর্শকদের মাঠে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ম্যাচ আকর্ষণীয় হলেই মানুষ টেস্ট ক্রিকেট দেখতে আসবে। প্রথম সেশন থেকেই ব্যাটসম্যানদের ওপর বোলারদের আধিপত্য দেখতে চান না কোনও দর্শক।’ অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ম্যাথু হেডেনও ইন্দোরের পিচ নিয়ে অসন্তুষ্ট। হেডেন বলেছেন, ‘কোনও ভাবেই ষষ্ঠ ওভার থেকে স্পিনারদের বোলিংয়ে আসা উচিত নয়। সেজন্য আমি এই ধরনের পিচ পছন্দ করি না। প্রথম দিন থেকেই পিচ এতটা টার্ন-টেকিং হওয়া উচিত নয়। এই টেস্টে অস্ট্রেলিয়া জিতেছে নাকি ভারত তাতে কিছু যায় আসে না। এ ধরনের পিচ টেস্ট ক্রিকেটের জন্য ভালো নয়।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here