টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন ডেভিড ওয়ার্নার? প্রাক্তন অজি তারকার কথায় শুরু জল্প
ডেভিড ওয়ার্নার খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। এখনও তাঁর খারপ সময় পার হয়ে যায়নি। অধিনায়কত্ব নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে তার মতপার্থক্য চলছেই। এখন ব্যাট হাতেও ফ্লপ হয়েছেন। এরপরেই তাঁর অবসর নিয়ে জল্পনা শুরু হয়েচে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন এমন অবস্থাতে ডেভিড ওয়ার্নারের উপর চাপ দেওয়া হচ্ছে। আসলে, অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার সাইমন ও’ডোনেল বিশ্বাস করেন যে ওপেনার ডেভিড ওয়ার্নার আর আগের মতো ফর্মে নেই এবং তিনি আগের মতো টেস্ট খেলোয়াড় নন। এমনকি প্রাক্তন অজি তারকা বলেছেন যে ওয়ার্নারকে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ভাবা উচিত।
আরও পড়ুন… ‘এক মিনিটের নীরবতা..’ এমবাপেকে আর্জেন্তিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের উপহাস
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দুই ইনিংসে মাত্র ৩ রান করতে পেরেছিলেন তিনি। তবে তা সত্ত্বেও ২ দিনের মধ্যেই অস্ট্রেলিয়া ৬ উইকেটে ম্যাচ জিতে নেয়। ওয়ার্নারের ব্যাট থেকে শেষ টেস্ট সেঞ্চুরি আসে ২০২০ সালের জানুয়ারিতে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪ ইনিংসে ৫, ৪৮, ২১, ২৮ রান করেছিলেন।
সোমবার SEN রেডিওর সঙ্গে আলাপকালে ও’ডোনেল বলেছিলেন যে, ‘আমি মনে করি ওয়ার্নার অবসরের কথা বিবেচনা করবেন এবং সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টের পরে অবসরের বিষয়ে তার চিন্তা করা উচিত।’ ৪ থেকে ৮ জানুয়ারি সিডনিতে অনুষ্ঠিত হবে তৃতীয় টেস্ট।
আরও পড়ুন… জানেন বিশ্বকাপ ট্রফি হাতে তুলে দেওয়ার আগে মেসি কালো রঙের পোশাক কেন পরেছিলেন?
প্রাক্তন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার বলেছেন যে আমরা কেবল ডেভিড ওয়ার্নারের শেষ কয়েকটি ইনিংসের কথা বলছি না। গত ২ বছরে ডেভিড ওয়ার্নারের পারফরম্যান্স নিয়ে কথা হচ্ছে। আগের মতো খেলোয়াড় তিনি এখন আর নন। আগের মতো তাঁর ফর্ম দেখা যাচ্ছে না। প্রকৃতপক্ষে, এই মাসের শুরুতে, ওয়ার্নার প্রকাশ্যে ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট শেয়ার করে বোর্ডকে অসম্মানের অভিযোগ করেছিলেন।
স্যান্ডপেপার কেলেঙ্কারির কারণে ওয়ার্নারের অধিনায়কত্ব আজীবন নিষিদ্ধ করা হয়েছে। তিনি আচরণবিধির নিয়ম পরিবর্তনের পর ক্রিকেট অস্ট্রেলিয়ায় এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছিলেন, যা তিনি পরবর্তী সময়ে প্রত্যাহার করে নেন। এছাড়াও তিনি বলেছেন যে রিভিউ প্যানেল তাঁকে প্রকাশ্যে অপমান করতে আগ্রহী। নিজের পরিবারের কথা ভেবে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়ার্নার। সেই সময়ে অজি তারকা বলেছিলেন যে তাঁর কাছে তার পরিবারই প্রথম।
For all the latest Sports News Click Here