টেস্ট ক্রিকেটের ভবিষ্যত নিয়ে প্রশ্ন তুলে IPL-কে এক হাত নিলেন চ্যাপেল
টেস্ট ক্রিকেটের ভবিষ্যত নিয়ে প্রশ্ন তুলে দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ইয়ান চ্যাপেল। গোটা বিশ্ব জুড়ে টি-টোয়েন্টির প্রভাব যে ভাবে বাড়ছে, তাতে তিনি আতঙ্কিত। তাঁর মতে, টেস্ট ক্রিকেট হয়তো টিমটিম করে টিকে থাকবে। কিন্তু খেলার জন্য প্লেয়ার খুঁজে পাওয়া দুষ্কর হবে।
যা পরিস্থিতি তাতে টি-টোয়েন্টি ক্রিকেটের বাজারে টেস্টের জন্য ভালো ক্রিকেটার পাওয়া যাবে না বলে মনে করেন চ্যাপেল। তাঁর মতে, ভবিষ্যতে হয়তো শুধু বুড়োদেরই টেস্টে খেলতে দেখা যাবে। আর টেস্ট ক্রিকেটের এই হালের জন্য আইপিএলকে দুষছেন চ্
আরও পড়ুন: হাল্কা ভাবে নেবেন না, আমরা ভারতকে হারাতে পারি-রাহুলদের হুঁশিয়ারি জিম্বাবোয়ে কোচের
ভারতে আইপিএলের জনপ্রিয়তার পরে পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশে টি-টোয়েন্টি লিগ রমরম করে চলছে। দক্ষিণ আফ্রিকা, আমিরশাহি-সহ বিভিন্ন দেশে আগামী দিনে টি-টোয়েন্টি লিগ শুরু হতেও চলেছে। এক ওয়েবসাইটে চ্যাপেল বলেছেন, ‘আইপিএল দলের মালিকরা বিভিন্ন দেশে টি-টোয়েন্টি লিগের দল কিনছে। সেটা ক্রিকেটের পক্ষে একটা সমস্যা। যদি কোনও ক্রিকেটারের কাছে আইপিএলের ভালো চুক্তি থাকে এবং অস্ট্রেলিয়া ও আমিরশাহির ঘরোয়া লিগের মধ্যে যে কোনও একটিকে বেছে নিতে বলা হয়, তা হলে সে কি আইপিএলের চুক্তিকে সঙ্কটে ফেলবে?’
আরও পড়ুন: নতুন চ্যালেঞ্জ নিয়ে জিম্বাবোয়ে উড়ে গেলেন শিখররা,খোশমেজাজে পুরো টিমের ছবি ভাইরাল
এর পরেই টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ সম্পর্কে চ্যাপেল বলেছেন, ‘আমি যত দিন বেঁচে আছি হয়তো তত দিন টেস্ট ক্রিকেটও বেঁচে থাকবে। কিন্তু কারা খেলবে সেখানে? এটাই বড় প্রশ্ন। যদি সেরা ক্রিকেটাররা না খেলে তা হলে কেউ কি টেস্ট দেখবে? উত্তর হল, হয়তো না। টেস্ট ফরম্যাট খুবই ভাল, তবে ভাল ভাবে খেলতেও হবে। ভবিষ্যতে হয়তো বুড়োরাই টেস্ট ক্রিকেট খেলবে। সে ক্ষেত্রে অস্ট্রেলিয়ার মতো দেশের কাছে বিষয়টা কঠিন হতে চলেছে। কারণ ওদের অনেক ভাল ক্রিকেটার রয়েছে। পাশাপাশি, যে দেশগুলি ক্রিকেটারদের বেশি অর্থ দিতে পারে না তাদেরও সমস্যা হবে।’
চ্যাপেল মনে করেন, ভবিষ্যতে টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য সমস্যায় পড়তে পারে টেস্ট ক্রিকেট। চ্যাপেল বলেছেন, ‘কোনও সন্দেহ নেই এ ব্যাপারে। আপনি বাস্তববাদী হলে আগে এটা ভেবে দেখুন, টেস্ট ক্রিকেট প্রধানত আটটা দেশ খেলে। তার মধ্যে ওয়েস্ট ইন্ডিজের সমস্যা হল, তারা ক্রিকেটারদের বেতন দিতে পারে না। শ্রীলঙ্কার পরিকাঠামো রয়েছে, কিন্তু রাজনৈতিক সমস্যা মারাত্মক। দক্ষিণ আফ্রিকাতেও তাই। বাংলাদেশ আর আফগানিস্তানকে কারা টেস্ট ক্রিকেটের মর্যাদা দিয়েছিল সেটাই জানি না। মনে হয় ওদের ভোট পাওয়ার জন্যেই এ কাজ করা হয়েছিল। প্রশাসকদের প্রতি আমার কোনও সমবেদনা নেই।’
For all the latest Sports News Click Here