টেস্ট ক্যাপ্টেন্সি সুরক্ষিত নয় বুঝেই হয়ত নিজেই সরে গেলেন কোহলি, দাবি মঞ্জরেকরের
যাতে টেস্ট ক্যাপ্টেন্সি থেকেও বিসিসিআই ছেঁটে ফেলতে না পারে, তাই আগেভাগেই নেতৃত্ব ছেড়ে দিলেন বিরাট কোহলি। এমনটাই মত টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা সঞ্জয় মঞ্জরেকরের। ESPN Cricinfo-র আলোচনায় মঞ্জরেকর দাবি করেন, নেতৃত্ব সুরক্ষিত নয় বুঝেই সম্ভবত এমন পদক্ষেপ নেন বিরাট।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ শেষ হয়েছে শুক্রবার। শনিবারই দীর্ঘতম ফর্ম্যাটের নেতৃত্ব ছেড়ে দেন কোহলি। খুব কম সময়ের মধ্যে বিরাট আরসিবির নেতৃত্ব ছাড়া থেকে জাতীয় দলের দুই ফর্ম্যাটের (টি-২০ ও টেস্ট) ক্যাপ্টেন্সি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে তাঁকে সরিয়ে দেন জাতীয় নির্বাচকরা। ওয়ান ডে’র মতো ঠিক একইভাবে যাতে বোর্ড টেস্ট ক্যাপ্টেন্সিও কেড়ে নিতে না পারে, সেকরাণেই হয়ত কোহলির এমন পদক্ষেপ বলে মনে করছেন সঞ্জয়।
কোহলির টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়ার পিছনে মূলত তিনটি কারণের দিকে ইঙ্গিত করেন মঞ্জরেকর। প্রথমত, কোহলি চাননি তাঁকে ছেঁটে ফেলা হোক। দ্বিতীয়ত, শাস্ত্রীর জমানায় যতটা স্বাচ্ছন্দ্যে ছিলেন, দ্রাবিড়ের কোচিংয়ে সেটা পাবেন না বলে উপলব্ধি করেছেন বিরাট। তৃতীয়ত, কোহলি ফর্মের দিক দিয়েও নিজের সেরা জায়গায় নেই।
মঞ্জেরকর বলেন, ‘খুব কম সময়ের মধ্যে একের পর এক কোহলির (নেতৃত্ব ছাড়ার) সিদ্ধান্ত সামনে আসে। (জাতীয় দলের) সাদা বলের ক্যাপ্টেন্সি ছাড়া, আইপিএলের নেতৃত্ব ছেড়ে দেওয়ার মতো এটাও (টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়া) অপ্রত্যাশিত। আমার মনে হয় কোনওভাবে ও এটা নিশ্চিত করতে চেয়েছে যে, ওকে যেন নেতৃত্ব থেকে ছেঁটে ফেলতে না পারে। যখন ও বুঝতে পেরেছে ওর নেতৃত্ব সুরক্ষিত নয়, নিজেই ছেড়ে দিয়েছে দায়িত্ব।’
প্রাক্তন তারকা আরও বলেন, ‘অনিল কুম্বলের কোচিংয়ে ও স্বচ্ছন্দ ছিল না। রবি শাস্ত্রী আসার পর ও খোলামেলা ছিল। এখন দ্রাবিড় আসার পরে ও হয়ত বুঝতে পারে যে, কতটা সমর্থন পেতে পারে নতুন লিডারশিপ টিমের কাছ থেকে। তাছাড়া ওর ব্যাটিংও সেরা ছন্দে নেই। এই মুহূর্তে ও কোনওভাবে সেরা পরিস্থিতিতে নেই। সুতরাং, সেটারও প্রভাব রয়েছে এমন সিদ্ধান্তের পিছনে।’
For all the latest Sports News Click Here