টেস্ট আছে তো, রাত ৩ টে পর্যন্ত বিশ্বকাপ দেখা যাবে না! নির্দেশ বাংলাদেশের কোচের
কমপক্ষে রাত তিনটে পর্যন্ত ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল চলবে। কিন্তু পরদিন সকালে ৯ টা ৩০ মিনিট থেকে নিজেদের টেস্ট খেলতে নামতে হবে। সেই পরিস্থিতিতে বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো স্পষ্ট নির্দেশ দিলেন, ম্যাচ না দেখে যেন ঘুমাতে যান বাংলাদেশের খেলোয়াড়রা।
বুধবার থেকে চট্টগ্রামে ভারত ও বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হচ্ছে। সেই ম্যাচের আগেরদিন বাংলাদেশের পুরুষ দলের কোচ বলেন, ‘আমাদের (বাংলাদেশের খেলোয়াড়দের) শুয়ে পড়তে হবে, সেটাই মোদ্দা কথা। রাত তিনটে পর্যন্ত ফুটবল দেখতে পার না এবং সকাল ৯ টা ৩০ মিনিট থেকে শুরু হওয়া টেস্টে খেলতে পার না। এটা বোকামো। ওরা যদি সেটা করে, তাহলে আমি হতাশ হব।’
আরও পড়ুন: IND vs BAN 1st Test Live Score and Updates: চট্টগ্রাম টেস্টে টসে জিতলেন ভারতীয় অধিনায়ক কেএল রাহুল
ভারত-বাংলাদেশ যখন প্রথম টেস্টে খেলবে, সেইসময় বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল চলবে। মঙ্গলবার রাতে (ইংরেজি মতে বুধবার) ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্তিনা এবং ক্রোয়েশিয়া। আজ রাতে (ইংরেজি মতে বৃহস্পতিবার) দ্বিতীয় সেমিফাইনালে মরক্কোর বিরুদ্ধে নামতে চলেছে ফ্রান্স। নির্ধারিত ৯০ মিনিটের খেলা হলেই ম্যাচ শেষ হতে রাত তিনটে (বাংলাদেশে স্থানীয় সময় অনুযায়ী) বেজে যাবে। তারপর সকাল ৯ টা ৩০ মিনিটে টেস্ট খেলতে এলে পর্যাপ্ত ঘুম হবে না। যা খেলোয়াড়দের পারফরম্যান্সের উপর প্রভাব ফেলতে পারে।
ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্ট
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকার জন্য ভারতের কাছে বাংলাদেশ সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অস্থায়ী অধিনায়ক কেএল রাহুল।
আরও পড়ুন: India’s qualification to WTC Final 2023: সব ম্যাচ জিতলেই WTC ফাইনাল নিশ্চিত ভারতের, ২ টেস্ট হারলেও কি উঠতে পারবে?
ভারতের প্রথম একাদশ: কেএল রাহুল (অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, উমেশ যাদব এবং মহম্মদ সিরাজ।
বাংলাদেশের প্রথম একাদশ: নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, ইয়াসির আলি, শাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান (উইকেটকিপার), মেহদি হাসান মিরাজ, তাইজুল হাসান, খলিদ আহমেদ এবং এবাদত হোসেন।
For all the latest Sports News Click Here