টেস্টে স্মিথের নজির! দ্রাবিড়-লারা-পন্টিংকে টপকালেও অক্ষত সাঙ্গাকারার রেকর্ড
Steve Smith 9000 Test cricket runs: লর্ডসের ঐতিহাসিক মাঠে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে ইতিহাস গড়লেন স্টিভ স্মিথ। এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছে অস্ট্রেলিয়া। এর মধ্যেই নজির গড়ে ফেলেছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ। আসলে, স্টিভ স্মিথের নামের পাশে এখন টেস্ট ক্রিকেটের নতুন গরিমা যুক্ত হয়েছে। টেস্ট ক্রিকেটে নয় হাজার রান ছুঁয়েছেন স্টিভ স্মিথ। তিনি বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান যিনি টেস্ট ক্রিকেটে দ্রুততম নয় হাজার রান পূর্ণ করেছেন। মাত্র ১৭৪তম ইনিংসে এই কীর্তিটি গড়ে ফেলেছেন স্মিথ।
এর আগে এই কীর্তি গড়েছেন ব্রায়াল লারা, রাহুল দ্রাবিড়, রিকি পন্টিং-এর মতো তারকা। তবে এই লিস্টে সকলের আগে রয়েছেন কুমার সাঙ্গাকারা। ১৭২টি ইনিংসে এই কীর্তি ছুঁয়েছিলেন কুমার সাঙ্গাকারা। তবে মাত্র দুটি ইনিংস বেশি খেলে এই নজির টাচ করেছেন স্মিথ। ১৭৪টি ইনিংস খেলে ৯ হাজার টেস্ট রান করলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার। টেস্টে এই নয় হাজার রান করতে রাহুল দ্রাবিড় ১৭৬টি টেস্ট ইনিংস খেলেছিলেন। এরপরেই রয়েছেন ব্রায়ান লারা ও রিকি পন্টিং। এই দুই তারকা টেস্টে নয় হাজার রান করতে ১৭৭টি ইনিংস খেলেছিলেন।
স্টিভ স্মিথ তাঁর টেস্ট ক্যারিয়ারের ৯৯তম ম্যাচ খেলছেন। এখন পর্যন্ত তিনি ৫৯.৬৫ গড়ে ৯০০০ এর বেশি রান করেছেন। এই সময়ে তাঁর ব্যাট থেকে এসেছে ৩১টি সেঞ্চুরি, ৪টি ডাবল সেঞ্চুরি ও ৩৭টি হাফ সেঞ্চুরি। একই সময়ে তাঁর সর্বোচ্চ স্কোর হল ২৩৯ রান।
অস্ট্রেলিয়ার চতুর্থ সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহক ব্যাটারের নাম হল স্টিভ স্মিথ।টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন স্মিথ। ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি রান করেছেন রিকি পন্টিং (১৩,৩৭৮)। স্টিভ স্মিথ এখনও এই তালিকায় অ্যালান বর্ডার (১১,১৭৪) এবং স্টিভ ওয়াহ (১০,৯২৭) এর পরে রয়েছেন। টেস্টে মোট রান করা ব্যাটসম্যানদের মধ্যে স্মিথ রয়েছেন ১৭ নম্বরে। এক নম্বরে রয়েছেন ভারতের সচিন তেন্ডুলকর (১৫,৯২১)।
৩৪ বছর বয়সি স্মিথ ২০১০ সালে লর্ডসে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে অভিষেক করেছিলেন। স্মিথ ৯৯ টেস্টে প্রায় ৬০ এর দুর্দান্ত গড়ে ৯,০০০ রান সম্পূর্ণ করেছেন। লর্ডসে স্মিথ অসাধারণ রেকর্ড রয়েছে। সক্রিয় খেলোয়াড়দের মধ্যে, লর্ডসের মাঠে অতিথি ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে বেশি রান করার রেকর্ড রয়েছে স্মিথের। তিনি এখানে পাঁচ ম্যাচে ৫৮ এর বেশি গড়ে ৪১৫ রান করেছেন। এরই মধ্যে তাঁর ব্যাট থেকে এসেছে ১টি ডাবল সেঞ্চুরি ও ২টি হাফ সেঞ্চুরি।লর্ডসে তাঁর শেষ তিনটি স্কোর ছিল ৯২, ৫৮ এবং ২১৫ রান। অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের এই ম্যাচে, লর্ডসের মাঠে ৫০০ টেস্ট রানের অঙ্ক ছুঁতে পারেন স্টিভ স্মিথ।
For all the latest Sports News Click Here