টেস্টে সব থেকে বেশি উইকেট নেওয়ার নিরিখে বেদীকে টপকে ভারতের সপ্তরথীর দলে জাদেজা
শুভব্রত মুখার্জি: ভারতের ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও তুখোড় তিনি। সম্প্রতি আইপিএলে তাঁর দল সিএসকেকে ফাইনালে এক নাটকীয় জয় এনে দিয়েছেন তিনি। সেই ফর্ম তিনি ধরে রেখেছেন চলতি ডব্লুটিসি ফাইনালেও। প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করেছেন তিনি। তবে বল হাতে সেরকম কিছু করতে পারেননি।
তবে দ্বিতীয় ইনিংসে বদলে গেছে চিত্রটা। প্রথম ইনিংসে অজিদের হয়ে শতরানকারী দুই ব্যাটার স্টিভ স্মিথ এবং ট্রেভিস হেডকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়েছেন তিনি। আর এর মধ্যে দিয়েই টেস্টের ইতিহাসে ভারতের হয়ে সর্বাধিক উইকেট সংগ্রহকারীদের তালিকায় টপকে গিয়েছেন আরেক প্রাক্তন তারকা বোলার বিষেণ সিং বেদীকে।
টেস্টের ইতিহাসে ভারতের হয়ে সর্বাধিক উইকেট সংগ্রহকারীদের তালিকায় সাত নম্বরে রয়েছেন ভক্তদের আদরের জাড্ডু। তালিকায় শীর্ষে রয়েছেন অনিল কুম্বলে। তিনি নিয়েছেন ৬১৯ টি উইকেট। দ্বিতীয় স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর ঝুলিতে রয়েছে ৪৭৪ টি উইকেট। ৪৩৪ উইকেট নিয়ে তিন নম্বরে রয়েছেন কিংবদন্তি কপিল দেব।
আরও পড়ুন:- IND vs AUS WTC Final: আনলাকি নয়, ভারতের ‘লাকি থার্টিন’ হিসেবে টেস্টে ৫ হাজার রান রাহানের, দেখুন তালিকায় কারা রয়েছেন
চারে রয়েছেন হরভজন সিং। নিয়েছেন ৪১৭টি উইকেট। ৩১১টি উইকেট নিয়ে তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন জাহির খান। ষষ্ঠ স্থানে থাকা ইশান্ত শর্মার উইকেট সংখ্যাও ৩১১। সপ্তম স্থানে ২৬৭টি উইকেট নিয়ে রয়েছেন রবীন্দ্র জাদেজা। অষ্টম স্থানে থাকা বিষেণ সিং বেদীর দখলে রয়েছে ২৬৬টি উইকেট। ২৪২টি উইকেট নিয়ে নয় নম্বরে রয়েছেন চন্দ্রশেখর।
অর্থাৎ, তালিকায় বর্তমান তারকাদের মধ্যে রয়েছেন মাত্র দু’জন। এরা হলেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। এছাড়াও তালিকায় রয়েছেন তিনজন পেসার। বাকি ছয়জন স্পিনার। তবে তালিকায় থাকা অলরাউন্ডারের সংখ্যা মাত্র দুই। রবীন্দ্র জাদেজা ছাড়াও এই তালিকায় আরেকজন অলরাউন্ডার হলেন কপিল দেব।
আরও পড়ুন:- UAE vs WI: ওয়ান ডে অভিষেকে সব থেকে কম বলে হাফ-সেঞ্চুরি করে ক্রুণাল পান্ডিয়ার বিশ্বরেকর্ডে ভাগ বসালেন আথানাজে
এই তথ্য আরও বেশি করে বুঝিয়ে দেয় জাদেজার পারফরম্যান্সের গুরুত্ব। তৃতীয় দিনের শেষ পর্যন্ত অজিদের দ্বিতীয় ইনিংসে জাদেজা ৯ ওভার বল করেছেন যার মধ্যে রয়েছে তিনটি মেডেন ওভার। ২৫ রান দিয়ে নিয়েছেন ২ টি উইকেট। ঘটনাচক্রে এই দুই ব্যাটার স্টিভ স্মিথ এবং ট্রাভিস হেড, দু’জনেই আবার প্রথম ইনিংসে হাঁকিয়েছেন শতরান।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here