টেস্টে যদি IPL-এর মতো সুযোগ থাকত, দ্বিতীয় ইনিংসে কুলদীপকে খেলাতাম- আফসোস রাহুলের
মীরপুর টেস্টে সবচেয়ে অবাক করা ঘটনা হল, কুলদীপ যাদবকে একাদশে না রাখা। টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত সকলকে হতবাক করেছিল। কুলদীপ যাদব গত সপ্তাহে চট্টগ্রামে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন। তিনি শুধু দুই ইনিংস মিলিয়ে যে আট উইকেট নিয়েেছেন, এমনটা নয়, ৪০ রানও করে তিনি ভারতের টেস্ট জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ম্যাচের সেরাও হন তিনি। তবু মীরপুর টেস্টের দল থেকে বাদ পড়েন কুলদীপ। এই নিয়ে তীব্র সমালোচনার ঝড় বয়ে চলে। ম্যাচ জেতার পর কেএল রাহুল প্রকাশ্যে আনেন কুলদীপকে বাদ দেওয়ার আসল কারণ।
চট্টগ্রাম টেস্টের পর ভারত তাদের উইনিং কম্বিনেশন পরিবর্তন করবে বলে কেউ আশাও করেনি। কিন্তু টসের পরে রাহুল জানান যে, কুলদীপকে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁর জায়গায় ফাস্ট বোলার জয়দেব উনাদকাটকে সুযোগ দেওয়া হয়। তিনি ১২ বছর পর ভারতের হয়ে প্রথম টেস্ট খেললেন। মীরপুরের আগে উনাদকাট দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০১০ সালের সেঞ্চুরিয়ন টেস্টে শেষ বার খেলেছিলেন, সেই টেস্টেই তাঁর অভিষেক হয়েছিল।
আরও পড়ুন: অষ্টম উইকেটে অপরাজিত ৭১ শ্রেয়স-অশ্বিনের, জায়গা করে নিলেন ইতিহাসের পাতায়
অথচ মীরপুরের পিচে স্পিনাররা বড় সুবিধে পেয়েছে। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে। যেখানে বাংলাদেশের স্পিনাররা ভারতের ৭টি উইকেট তুলে নেন। আর ভারতের স্পিনারারা নেন মোট ৫ উইকেট। কুলদীপকে না খেলানোর সিদ্ধান্তে রীতিমতো ক্ষুব্ধ হন ক্রিকেট বিশেষজ্ঞরা।
মীরপুরে ম্যাচ শেষ হওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে রাহুল দ্বিতীয় ইনিংসে কুলদীপকে মিস করার কথা স্বীকার করে নিয়েছেন। কিন্তু প্রথম দিনে পিচ দেখেই নাকি তারা উনাদকাটকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। এখানে স্পিন এবং বাউন্স দু’টোই ছিল। তাই উনাদকাটকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন: কোহলি যা করেছে, সেটা ভোলার নয়- মীরপুরে ঝামেলা নিয়ে বিরাটকেই একহাত নিলেন গাভাসকর
রাহুল ব্যাখ্যা করে বলেন, ‘টেস্টে যদি আইপিএলের মতো ক্রিকেটার পরিবর্তনের সুযোগ থাকত তা হলে আমি অবশ্যই দ্বিতীয় ইনিংসে কুলদীপকে নিয়ে আসতাম। আমার মনে হয় না কুলদীপকে বসানোর সিদ্ধান্ত ভুল ছিল। কোনও আক্ষেপ নেই আমার। আমাদের পেসাররা উইকেট নিয়ে স্পিনারদের সাহায্য করেছে। পিচে বেশ বাউন্স ছিল।’
তিনি আরও যোগ করেন, ‘মীরপুরে আমরা এক দিনের ম্যাচ খেলেছিলাম। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই দলে বদল করা হয়। পিচ থেকে পেসার এবং স্পিনার সব ধরনের বোলাররাই সাহায্য পাচ্ছিল। দলে একটা ভারসাম্য দরকার ছিল। সঠিক সিদ্ধান্তই নেওয়া হয়েছে। তবে খুব কঠিন সিদ্ধান্ত ছিল কুলদীপকে বাদ দেওয়া। ও তো আমাদের আগের টেস্টটা জিতিয়েছিল। কিন্তু দল মনে করেছিল যে ভারসাম্যটা বেশি জরুরি।’
For all the latest Sports News Click Here