টেস্টে ফিরতে চলেছেন মইন? ম্যাকালাম ইংল্যান্ড কোচ হতেই ইতিবাচক ইঙ্গিত আলির
গত বছরে সবাইকে চমকে দিয়ে হঠাৎ করেই টেস্ট ক্রিকেট খেলবেন না বলে জানিয়ে দিয়েছিলেন মইন আলি। তারপর বেশ কয়েকটি দিন কেটেছে। টেস্ট না খেললেও ইংল্যান্ডের হয়ে সীমিত ওভারের ক্রিকেট খেলেন মইন। এবার আবারও তাঁর সাম্প্রতিক মন্তব্যে টেস্টে কামব্যাকের গন্ধ পাওয়া যাচ্ছে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের মাধ্যমে ইংল্যান্ডের টেস্ট দল এক নতুন অধ্যায় শুরু করতে চলেছে। নতুন অধিনায়ক হয়েছেন বেন স্টোকস ও কোচের দায়িত্ব নিয়েছেন ব্রেন্ডন ম্যাকালাম। নতুন কোচের সঙ্গে সদ্য কথা বলার পরেই টেস্ট আঙিনায় আবার ফেরবার ইঙ্গিত দিচ্ছেন মইন। Guardian-র লেখা অনুযায়ী, ‘ব্যাজ (ম্যাকালাম) আমাকে মেসেজ করে জিজ্ঞেস করেছে যে আমি উপলব্ধ কিনা। আমি ওর সঙ্গে আইপিএলে খেলেছি এবং ও যেভাবে কাজ করে সেটা আমি ভীষণ উপভোগ করি। আমরা কথাবার্তা বলি এবং ও আমায় জিজ্ঞেস করে ভবিষ্যতে কোনও সিরিজে সুযোগ এলে, আমি উপলব্ধ থাকব কিনা। আমি ওকে সেইসময়ই আমায় ফোন করতে বলেছি। দরজা এখনও খোলাই আছে।’
ইংল্যান্ডের হয়ে ৬৪টি টেস্ট খেলা মইন আলি ২৯১৪ রান করার পাশাপাশি ১৯৫টি উইকেটও নিয়েছেন। তবে দলে ঠিকঠাকভাবে সুযোগ না পাওয়ার জেরেই অনেকে মনে করেছিলেন মইন আলি টেস্ট থেকে অবসর নিয়েছেন। যদিও তিনি অতিরিক্ত ক্রিকেটের দিকে ইঙ্গিত করেছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে সবটাই বদলায়। মইনও কিন্তু মত বদলানোর ইঙ্গিত দিয়ে রাখলেন। পাশাপাশি নতুন কোচের অধীনে ইংল্যান্ডের নতুন অধ্যায় নিয়েও বেশ উচ্ছ্বসিত তিনি। ‘যদিও ক্রিস সিলভারউডের হেড কোচের চাকরি যাওয়া এবং জো রুটের অধিনায়কত্ব ছেড়ে দেওয়াটা হতাশাজনক, তবে নতুন অধ্যায়ের শুরুতে কিন্তু সবসময়ই উচ্ছ্বাস থাকেই।’
For all the latest Sports News Click Here