টেস্টে ফিরছেন আফ্রিদি, শ্রীলঙ্কা সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করল পাকিস্তান
চলতি বছরের জুলাই মাসে পাকিস্তান ও শ্রীলঙ্কা একে অপরের মুখোমুখি হতে চলেছে। দুই দলের মধ্যে দুই টেস্টের সিরিজ অনুষ্ঠিত হবে। এই সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাবর আজমের পাকিস্তান দল। এই টেস্ট সিরিজের জন্য নিজেদের সেরা ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই সফরে পাকিস্তান দলের অধিনায়কত্ব থাকবে বাবর আজমের হাতে। এক বছর পর পাকিস্তানের টেস্ট দলে ফিরেছেন ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি। হাঁটুর চোটের কারণে দীর্ঘ দিন দলের বাইরে ছিলেন আফ্রিদি। ২০২২ সালের জুলাই মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন আফ্রিদি। এই টেস্টে সুযোগ পাওয়ার আগে চোট কাটিয়ে সীমিত ওভারের ফর্ম্যাটে ফিরেছেন শাহিন শাহ আফ্রিদি।
পাকিস্তানের ২৩ বছর বয়সি শাহিন শাহ আফ্রিদি পাকিস্তানের হয়ে ২৫ টেস্টে ৩.০৪ ইকোনমি রেটে বল করে ৯৯টি উইকেট শিকার করেছেন। নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে হোম টেস্ট সিরিজে শাহিনকে অনেকটা মিস করেছিল পাকিস্তান দল। এদিকে টেস্ট দলে আবারও ফিরছেন তাদের দলের প্রাক্তন অধিনায়ক সরফরাজ আহমেদ। এবার তাঁকেও সুযোগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ডের বিরুদ্ধে কঠিন কন্ডিশনে দুর্দান্ত পারফর্মেন্স করেছিলেন সরফরাজ আহমেদ। তারই পুরস্কার পেলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক।
একই সঙ্গে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের জন্য আনক্যাপড খেলোয়াড় মহম্মদ হুরায়রাকে বেছে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। মহম্মদ হুরায়রা হলেন এমন একজন আনক্যাপড প্লেয়ার যিনি কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। ২১ বছর বয়সি হুরায়রা একজন ব্যাটসম্যান। তিনি ২৫টি প্রথম শ্রেণির ম্যাচে ৬৮.২৪ গড়ে ২২৫২ রান করেছেন। এই সময়ে তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে ৮টি সেঞ্চুরি ও ৮টি হাফ সেঞ্চুরি করেছিলেন।
পাকিস্তান দলে সুযোগ পেয়েছেন ২৬ বছর বয়সি অলরাউন্ডার আমির জামালও। তিনি এখনও পর্যন্ত পাকিস্তানের হয়ে মাত্র দুটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলেছেন। তিনি এখনও পর্যন্ত ১০ রান করেছেন এবং একটি উইকেট নিয়েছেন। অন্যদিকে জামাল ২৩টি প্রথম-শ্রেণির ম্যাচে ৫৫৮ রান করেছেন এবং ৬৮টি ডিসমিসাল দাবি করেছেন।
দেখে নিন শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য কেমন হল পাকিস্তানের ১৬ সদস্যের দল:
বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান, আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, হাসান আলি, ইমাম-উল-হক, মহম্মদ হুরায়রা, মহম্মদ নওয়াজ, নাসিম শাহ, নোমান আলি, সলমন আলি আগা, সরফরাজ আহমেদ, সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ।
For all the latest Sports News Click Here