টেস্টে দ্বিতীয় দ্রুততম ৪৫০ উইকেট শিকার অশ্বিনের, ভাঙলেন কুম্বলের রেকর্ড
ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন বৃহস্পতিবার টেস্ট ক্রিকেটে ৪৫০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন। এর পাশাপাশি ৪৫০ উইকেট শিকার করা দ্বিতীয় দ্রুততম বোলার হয়েছেন অশ্বিন। নাগপুরে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেছেন। ৩৬ বছর বয়সী বোলার অজি উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারিকে আউট করে নিজের ৮৮তম টেস্ট ম্যাচে ৪৫০টি উইকেটে পৌঁছেছেন। প্রাক্তন শ্রীলঙ্কার অফ-স্পিনার মুথাইয়া মুরলিধরন ৮০ ম্যাচে ৪৫০ উইকেট ছুঁয়েছিলেন। শ্রীলঙ্কার কিংবদন্তি দ্রুততম ৪৫০ উইকেট শিকার করা বোলার হিসাবে শীর্ষে রয়েছেন।
বৃহস্পতিবার থেকে নাগপুরে শুরু হওয়া অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনেই ভারতীয় অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন একটি বড় সাফল্য পান। অশ্বিন টেস্টে তাঁর ৪৫০ উইকেট পূর্ণ করেন। ক্যাঙ্গারু ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি তাঁর ৪৫০ তম শিকার হয়েছিলেন। ডানহাতি স্পিনার হলেন দ্বিতীয় ভারতীয় বোলার যিনি এই মাইলফলক ছুঁয়েছেন। এক নজরে দেখে নেওয়া যাক অশ্বিনের টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের পরিসংখ্যান।
আরও পড়ুন… সর্বকালের সেরা অফস্পিনার কে? KKR তারকার দাবিতে অনেকেই অবাক হবেন
টেস্ট ক্রিকেটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন অশ্বিন। এই তালিকায় এক নম্বরে রয়েছেন প্রাক্তন অভিজ্ঞ লেগ স্পিনার অনিল কুম্বলে। তিনি ১৩২টি টেস্টে ২.৬৯ ইকোনমি রেট এবং ২৯.৬৫ গড়ে ৬১৯টি উইকেট নিয়েছেন। এই তালিকায় অশ্বিনের পরে রয়েছেন প্রাক্তন অধিনায়ক কপিল দেব (৪৩৪), হরভজন সিং (৪১৭) এবং ইশান্ত শর্মা (৩১১)। বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের সাফল্যের জন্য অশ্বিনের ফর্ম গুরুত্বপূর্ণ হতে চলেছে।
রবিচন্দ্রন অশ্বিন টেস্ট ক্রিকেটে নবম সর্বোচ্চ উইকেট শিকারী। টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত মাত্র নয়জন বোলার আছেন যারা ৪৫০ উইকেটের সীমা অতিক্রম করতে পেরেছেন। এই তালিকায় এক নম্বরে রয়েছেন শ্রীলঙ্কার মুথাইয়া মুরলিধরন (৮০০)। তালিকায় তার পরে রয়েছেন প্রয়াত শেন ওয়ার্ন (৭০৮), জেমস অ্যান্ডারসন (৬৭৫), কুম্বলে (৬১৯), স্টুয়ার্ট ব্রড (৫৬৬), গ্লেন ম্যাকগ্রা (৫৬৩), কোর্টনি ওয়ালশ (৫১৯) এবং ন্যাথান লিঁয় (৪৬০)।
আরও পড়ুন… IND vs AUS: টেস্ট অভিষেকেই তড়িৎ গতির স্টাম্প-আউটে ধোনিকে মনে করালেন ভরত- ভিডিয়ো
৩৬ বছর বয়সী অশ্বিন এখনও পর্যন্ত ৮৮ টেস্টের ১৬৬ ইনিংসে ২.৭০ এর উপরে ইকোনমি এবং ২৪.০০ এর উপরে গড়ে ৪৫০ উইকেট নিয়েছেন। তিনি টেস্টে ৩০ বার এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন এবং সাতবার ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। এক ইনিংসে তার সেরা পারফরম্যান্স ৭/৫৯। ব্যাট হাতেও উল্লেখযোগ্য অবদান রেখেছেন এই খেলোয়াড়, ১২৬ ইনিংসে ৩,০৪৩ রান করেছেন। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে দুর্দান্ত শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল। পেসার মহম্মদ সিরাজ দ্বিতীয় ওভারে ওপেনার উসমান খোয়াজাকে (১) রানে সাজঘরে ফিরিয়েছেন। পরের ওভারের প্রথম বলেই মহম্মদ শামি অভিজ্ঞ ডেভিড ওয়ার্নারকে (১) আউট করেছেন। ক্যাঙ্গারুদের ২ রানের স্কোরে দ্বিতীয় ধাক্কা দেন। ১১৭ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। এদিন জাদেজা পাঁচটি ও অশ্বিন তিনটি উইকেট শিকার করেন। এই ম্যাচে ভারতের হয়ে অভিষেক হয়েছে টি-টোয়েন্টি বিশেষজ্ঞ সূর্যকুমার যাদব এবং উইকেটরক্ষক কেএস ভরতের।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here