টেস্টের মতো ঠুকঠুকে ব্যাটিং মুশফিকদের, ডেভিড মালান একাই হারিয়ে দিলেন বাংলাদেশকে
আধুনিক ক্রিকেটে যেখানে টেস্টও চার-ছক্কার ঝড় ওঠে, সেখানে বাংলাদেশ ঘরের মাঠে ওয়ান ডে ম্যাচে রান তোলে টেস্টের গতিতে। ইংল্যান্ডের বোলারদের বাড়তি সমীহ করার মাশুল দিতে হয় তামিম ইকবালদের। নিজেদের ডেরায় সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে হারের মুখ দেখতে হয় বাংলাদেশকে।
মীরপুরে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। যদিও শুরু থেকে ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে তারা। শেষমেশ ৪৭.২ ওভারে ২০৯ রানে অল-আউট হয়ে যায় বাংলাদেশ। ব্যাট হাতে কার্যত একা লড়াই চালান নাজমুল হোসেন শান্ত। তিনি হাফ-সেঞ্চুরি করে সাজঘরে ফেরেন।
উল্লেখযোগ্য বিষয় হল, বাংলাদেশের একজনও ব্যাটসম্যান বলের থেকে বেশি রান সংগ্রহ করতে পারেননি। সবাইকেই ঠুকঠুকে ব্যাটিং করতে দেখা যায়। নাজমুল ৮২ বলে দলের হয়ে সব থেকে বেশি ৫৮ রান করেন। তিনি ৬টি চার মারেন।
এছাড়া তামিম ৩২ বলে ২৩, লিটন দাস ১৫ বলে ৭, মুশফিকুর রহিম ৩৪ বলে ১৬, শাকিব আল হাসান ১২ বলে ৮, মাহমুদুল্লাহ ৪৮ বলে ৩১, আফিফ হোসেন ১২ বলে ৯, মেহেদি হাসান মিরাজ ১৯ বলে ৭, তাস্কিন আহমেদ ১৮ বলে ১৪ ও তাইজুল ইসলাম ১৩ বলে ১০ রান করে আউট হন। ৩ বল খেলেও খাতা খুলতে পারেননি মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ডের সব বোলাররা হরির লুটের মতো উইকেট কুড়িয়ে নেন। কাউকে খালি হাতে মাঠ ছাড়তে হয়নি। জোফ্রা আর্চার, মার্ক উড, মইন আলি ও আদিল রশিদ ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট সংগ্রহ করেন ক্রিস ওকস ও উইল জ্যাকস।
জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৪৮.৪ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২১২ রান তুলে ম্যাচ জিতে যায়। ডেভিড মালান একাই অর্ধেকের বেশি রান করেন। তিনি ৮টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১৪৫ বলে ১১৪ রান করে নট-আউট থাকেন।
ইংল্যান্ডের ব্যাটসম্যানরাও কেউ বলের থেকে বেশি রান করতে পারেননি। তবে তাদের বাড়তি আগ্রাসী হওয়ার প্রয়োজনও ছিল না। ইংল্যান্ডের সামনে যে টার্গেট দেয় বাংলাদেশ, কচ্ছপের গতিতে হেসেখেলে সেই লক্ষ্যে পৌঁছে যাওয়া যায়। ঠিক সেটাই করে ইংল্যান্ডের ব্যাটাররা।
জেসন রয় ৬ বলে ৪, ফিল সল্ট ১৯ বলে ১২, জেমস ভিনস ৯ বলে ৬, জোস বাটলার ১০ বলে ৯, উইল জ্যাকস ৩১ বলে ২৬, মইন আলি ৩২ বলে ১৪, ক্রিস ওকস ১১ বলে ৭ ও আদিল রশিদ ২৯ বলে অপরাজিত ১৭ রান করেন।
তাইজুল ইসলাম ৩টি, মেহেদি হাসান মিরাজ ২টি এবং শাকিব আল হাসান ও তাস্কিন আহমেদ ১টি করে উইকেট নেন। উইকেট পাননি মুস্তাফিজুর। ম্যাচের সেরা হন মালান। ৩ উইকেটের জয়ে ইংল্যান্ড ৩ ম্যাচের সিরিজে ১-০ লিড নেয়।
For all the latest Sports News Click Here