টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন হতে হলে ওভালে ১২১ বছরের পুরনো রেকর্ড ভাঙতে হবে ভারতকে
ওভালে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব ঘরে তুলতে হলে এই মাঠে রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড গড়তে হবে ভারতকে। তাও সাম্প্রতিক সময়ের নয়, বরং ১২১ বছরের পুরনো নজির ভেঙে নতুন ইতিহাস গড়তে হবে টিম ইন্ডিয়াকে।
ওভালে শেষ ইনিংসে সব থেকে বেশি রান তাড়া করে টেস্ট জয়ের রেকর্ড রয়েছে হোম টিম ইংল্যান্ডের দখলে। ১৯০২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ইনিংসে ৯ উইকেটে ২৬৩ রান তুলে ম্যাচ জেতে তারা।
চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের তৃতীয় দিনের শেষেই অস্ট্রেলিয়ার হাতে লিড ছিল ২৯৬ রানের। সুতরাং, অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস যত রানেই শেষ হোক না কেন, জিততে হলে ভারতকে ওভালে রেকর্ড রান তাড়া করতে হবে। ভাঙতে হবে ১২১ বছর আগে ইংল্যান্ডের গড়া সেই রেকর্ড।
ওভালে শেষ ইনিংসে সব থেকে বেশি রান তুলে টেস্ট জয়:-
১. ইংল্যান্ড: ৯ উইকেটে ২৬৩ রান (বনাম অস্ট্রেলিয়া, ১৯০২)।
২. ওয়েস্ট ইন্ডিজ: ২ উইকেটে ২৫৫ রান (বনাম ইংল্যান্ড, ১৯৬৩)।
৩. অস্ট্রেলিয়া: ৫ উইকেটে ২৪২ রান (বনাম ইংল্যান্ড, ১৯৭২)।
৪. ওয়েস্ট ইন্ডিজ: ২ উইকেটে ২২৬ রান (বনাম ইংল্যান্ড, ১৯৮৮)।
ওভালে রান তাড়া করে ভারতের সব থেকে বড় জয়:-
ওভালে ভারত শেষ ইনিংসে সব থেকে বেশি ১৭১ রান তুলে টেস্ট জেতে ১৯৭১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে। ইংল্যান্ডের মাটিতে সেটিই ভারতের প্রথম টেস্ট জয় ছিল। অজিত ওয়াদেকরের নেতৃত্বাধীন ভারতীয় দল সেই ম্যাচে ইংল্যান্ডকে ৪ উইকেটে পরাজিত করে। আরও উল্লেখযোগ্য বিষয় হল, ওভালের সেই ম্যাচ জিতে ইংল্যান্ডের মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জেতে টিম ইন্ডিয়া।
সার্বিকভাবে চতুর্থ ইনিংসে রান তাড়া করে ভারতের সব থেকে বড় জয় আসে ১৯৭৬ সালে। পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ৪০৬ রান তুলে ম্য়াচ জেতে ভারতীয় দল।
শেষ ইনিংসে সব থেকে বেশি রান তুলে ভারতের টেস্ট জয়:-
১. বনাম ওয়েস্ট ইন্ডিজ: ৪ উইকেটে ৪০৬ রান (পোর্ট অফ স্পেন, ১৯৭৬)।
২. বনাম ইংল্যান্ড: ৪ উইকেটে ৩৮৭ রান (চেন্নাই, ২০০৮)।
৩. বনাম অস্ট্রেলিয়া: ৭ উইকেটে ৩২৯ রান (ব্রিসবেন, ২০২১)।
৪. বনাম ওয়েস্ট ইন্ডিজ: ৫ উইকেটে ২৭৬ রান (দিল্লি, ২০১১)।
For all the latest Sports News Click Here