টেস্টের ইতিহাসে প্রথমবার! অবিশ্বাস্য নজির রুট-বেয়ারস্টোর, দাগ মুছবে না ভারতের
এজবাস্টন টেস্টে রেকর্ডের ছড়াছড়ি হল। ৩৭৮ রান তাড়া করে রেকর্ড বুকে নাম তুলেছে ইংল্যান্ড। সেইসঙ্গে যে দু’জনের হাত ধরে সেই জয় ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ড, তাঁরাও একাধিক রেকর্ড গড়েছেন। সেই তালিকায় এমন একটি নজির আছে, যা টেস্টের ইতিহাসে কখনও হয়নি।
কী সেই রেকর্ড?
টেস্টের ইতিহাসে এই প্রথম রান তাড়া করে জয়ের সময় দু’জন শতরানকারী (জো রুট এবং জনি বেয়ারস্টো) অপরাজিত থাকলেন। অর্থাৎ জয়সূচক রানের সময় শতরান হাঁকানোর দু’জন ব্যাটার ক্রিজে ছিলেন। শেষপর্যন্ত রুট ১৭৩ বলে ১৪২ রান অপরাজিত থাকেন। ১৪৫ বলে ১১৪ রানে অপরাজিত থাকেন বেয়ারস্টো।
আরও পড়ুন: IND vs ENG: ‘ব্যাজবল’ নিয়ে হাসাহাসি দ্রাবিড়দের! ইংল্যান্ডে হারের পর ভাইরাল রাহুলের উত্তর
শুধু তাই নয়, শতরানের সৌজন্যে রুট এবং বেয়ারস্টো ৮৩ বছরের নজির স্পর্শ করেছেন। কী সেই নজির? শেষ ৮৩ বছরে কোনও টেস্টের চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের একাধিক ব্যাটার শতরান করেননি। যে নজির এজবাস্টনে স্পর্শ করেছেন তাঁরা। ১৯৩৯ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই নজির গড়েছিল ইংল্যান্ড।
আরও পড়ুন: ICC Test Ranking: টেস্ট র্যাঙ্কিংয়ে টপ ফাইভে এন্ট্রি পন্তের, ২,৫০৩ দিনে প্রথমবার দশের বাইরে কোহলি
১৯৩৯ সালের ৩ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত ম্যাচ হয়েছিল। সেই টেস্টে ইংল্যান্ডের তিন ব্যাটার শতরান করেছিলেন – পল গিব, বিল এড্রিখ এবং ওয়ালি হ্যামন্ড। সেই ম্যাচে ১২০ রান করেছিলেন গিব। অধিনায়ক ওয়ালি ১৪০ রান করেছিলেন। দ্বি-শতরান হাঁকিয়েছিলেন বিল। ২১৯ রান করেছিলেন। তাঁদের সৌজন্যে চতুর্থ ইনিংসে পাঁচ উইকেটে ৬৫৪ রান তুলেছিল ইংল্যান্ড। সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৬৯৬ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল। ফলে ড্র হয়েছিল ম্যাচ।
For all the latest Sports News Click Here