টেলি পর্দার দর্শক নিজেদের পরিসর থেকে বেরোতে চান না, অকপট অদিতি গুপ্তা
হিন্দি টেলি জগতের জনপ্রিয় অভিনেত্রী অদিতি গুপ্তা। এক দশকেরও বেশি সময় টেলিভিশন দুনিয়ার সঙ্গে যুক্ত তিনি। বর্তমানে সোনি টিভির ‘ধড়কন জিন্দেগি কী’ ধারাবাহিকে অভিনয় করেছেন। সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অদিতি জানিয়েছেন, বিগত কয়েক বছরে বড় পর্দায় অনেকটাই বদল এসেছে। কিন্তু ছোট পর্দা সম্পর্কে বলতে গিয়ে অদিতির মন্তব্য, এই মাধ্যমের দর্শকেরা এখনও নিজেদের পরিসর থেকে বেরিয়ে আসতে চাননা। তাই অনেক নতুন প্রচেষ্টা শুরু হয়েও তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়।
‘কিস দেশ মেঁ হ্যায় মেরা দিল’ ধারাবাহিকের মাধ্যমে টেলি পর্দায় পথচলা শুরু অদিতির। বিগত কয়েক বছর আগে বিয়ে করেছেন তিনি। স্বামী কবীর চোপড়া ইন্ডাস্ট্রির বাইরের মানুষ। উত্তরপ্রদেশে বড় হয়েছেন অভিনেত্রী। পরিবারের কেউই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নয়।
নিজের ধারাবাহিক সম্পর্কে বলতে গিয়ে অভিনেত্রী জানিয়েছেন, এই ধারাবাহিকে তিনি চিকিৎসকের ভূমিকায় অভিনয় করছেন। মহিলারা সব ক্ষেত্রেই যে এগিয়ে চলেছেন, সেই রকম দৃষ্টান্ত তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই ধারাবাহিকে। মহিলা চিকিৎসকদের কী ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়, তা দেখানো হয়েছে। অদিতির মন্তব্য, ‘এই শো দেখে একজন স্বামীও যদি তাঁর মানসিকতা বদলান, সেটাই আমাদের কাছে বড় পাওনা’।
ইন্ডাস্ট্রির লিঙ্গ বৈষম্যের অভিজ্ঞতা নিয়ে অকপট অদিতি। তাঁর কথায়, প্রত্যক্ষ অভিজ্ঞতার শিকার হননি তিনি। কিন্তু বিভিন্ন সময় বৈষম্য দেখেছেন। পুরুষ অভিনেতাদের বড় ভ্যানিটি ভ্যান, অভিনেত্রীকে শটের জন্য অপেক্ষা করিয়ে রাখা; অথচ পুরুষ অভিনেতাকে আগে ছেড়ে দেওয়াট হয়। পাশাপাশি অদিতির কথায়, ওটিটি কন্টেন্ট সঙ্গে স্বাচ্ছন্দ্য নন তিনি। অনস্ক্রিনে কাউকে চুমু খেতে পারবেন না। বোল্ড দৃশ্যে অভিনয় নিয়ে তাঁর সমস্যা রয়েছে, তাই তিনি এই প্ল্যাটফর্মে কাজ করা নিয়ে অনীহা প্রকাশ করেছেন।
For all the latest entertainment News Click Here