টেলি অ্যাকাডেমি পুরস্কার: ‘মিঠাই’ হল শ্রেষ্ঠ নায়িকা, সেরা সঞ্চালক কে জানেন
বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে অনুষ্ঠিত হল ‘টেলি অ্যাকাডেমি পুরস্কার’। ছোটপর্দায় সুপারস্টারেদের হাতে পুরস্কার তুলে দেওয়া হল এই মঞ্চে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই অুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, রাজ চক্রবর্তী-সহ বহু বিখ্যাত ব্যক্তিত্ব।
কারা পুরস্কার পেলেন এদিন?
সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন ‘মিঠাই’-খ্যাত সৌমীতৃষা কুণ্ডু। আর সেরা খলনায়িকার পুরস্কার পান ‘শ্রীময়ী’ ধারাবাহিকের উষসী চক্রবর্তী। তবে এর পাশাপাশি ছিল আরও চমক। সেরা সঞ্চালকের পুরস্কার পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
এ দিন ভার্চুয়াল মাধ্যমে বারুইপুরে তৈরি টেলি অ্যাকাডেমির চারটি স্টুডিয়ো-ফ্লোর-সহ প্রশাসনিক ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ১৩২.৫ লক্ষ টাকা খরচ করে বারুইপুরের টংতলায় ১০ একর জমিতে এই কমপ্লেক্স তৈরি করা হচ্ছে। চারটি অত্যাধুনিক স্টুডিয়ো ছাড়াও এতে থাকছে ৫০ হাজার বর্গফুটের অ্যাকাডেমি ব্লক এবং ৪০ হাজার বর্গফুটের হোস্টেল।
এ দিন নিজের বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘করোনার কারণে ঘরবন্দি মানুষকে বেঁচে থাকার রসদ জুগিয়েছে এই টেলিভিশন। বাড়ির মহিলারা হাতের কাজ সেরে সন্ধে হতেই টিভির সামনে বসে পড়েন। আমিও রাতে সিরিয়াল দেখি।’
সন্ধ্যা মুখোপাধ্যায়কে এদিনের অনুষ্ঠানে স্মরণ করা হয়। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সাহেব চট্টোপাধ্যায় ও ইন্দ্রাণী হালদার।
For all the latest entertainment News Click Here