টেবিলে কয়েন ঠুকে গান গেয়ে ভাইরাল, মাত্র ১৬ বছরেই প্রয়াত ‘খুদে শিল্পী’ সুমন!
টেবিল বা বেঞ্চে কয়েন ঠুকে গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছিল ওপার বাংলার ‘খুদে শিল্পী’ সুমন শেখ। ভাইরাল সুমন নামে পরিচিত সিরাজগঞ্জের এই কিশোর হঠাৎ করেই চলে গেল না ফেরার দেশে। মাত্র ১৬ বছর বয়সেই প্রয়াত এই ভাইরাল সেনসেশন। সোমবার বিকালে মৃত্যু হয়েছে সুমনের। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া এলাকায়।
গতকাল (সোমবার) দুপুর ৩টের পর হঠাৎ করেই খিঁচুনি ওঠে সুমনের। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। জানা গিয়েছে পথেই মৃত্য়ু হয় কিশোরের। বাংলাদেশের দর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটা গ্রামের বাসিন্দা সুমন। জেলার বাইরেও ছিল তাঁর পরিচিতি, এই খুদের গানের গলায় মুগ্ধ ছিল সকলেই।
দারিদ্রের সঙ্গে লড়াই করেই বেড়ে ওঠা সুমনের। জানা গিয়েছে ছেলেবেলায় গাছ থেকে পড়ে যাওয়ার কারণে মাথায় চোট পেয়েছিল সুমন। এরপর থেকেই অসুস্থ থাকত সে। ওই অ্যাক্সিডেন্টের পর সেভাবে শারীরিক বৃদ্ধিও হয়নি সুমনের। দরিদ্র পরিবারের পক্ষে কখনই সম্ভব হয়নি সুমনের উন্নত চিকিৎসা করানোর। সেই জন্যই হয়ত এত অল্প বয়সেই চলে যেতে হল সুমনকে। সোমবার রাতে রহমতগঞ্জ কবরস্থানে তাঁকে গোরস্থ করা হয়।
জানা গিয়েছে,সোমবার দুপুরেও সালুয়াভিটা বাজারে গান গাইছিল সে। গান গাইতে গাইতেই সেখানেই অসুস্থ হয়ে পড়ে সুমন। স্থানীয়রা সঙ্গে সঙ্গে বিষয়টি জানান সুমনের পরিবারকে। তবে শেষরক্ষা হল না।
সুমনের বাবা আল-আমিন শেখ স্থানীয় সংবাদমাধ্য়মকে জানান,‘সুমন ছোটবেলায় গাছ থেকে পড়ে মাথায় আঘাত পেয়েছিল। তখন স্থানীয়ভাবে ডাক্তার দেখানো হলেও টাকার অভাবে উন্নত চিকিৎসা করাতে পারিনি।’
শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে জনপ্রিয়তা পেয়েছিল সুমন। তাঁর গায়েকীতে মুগ্ধ ছিলেন অনেকেই। টেবিল বা বেঞ্চে কয়েন ঠুকে তাঁর গাওয়ার ইউনিক স্টাইল মনে ধরত সবার। সিরাজগঞ্জ ও তার আশেপাশের এলাকায় ঘুরে ঘুরে গান গাইত সুমন। সেই গান শুনে শ্রোতারা যা টাকা দিত তা তুলে দিত হতদরিদ্র মায়ের হাতে। যদিও ইউটিউব, ফেসবুকে সুমনের গানের ভিউ সংখ্যা লক্ষ লক্ষ, যদিও সেই দিয়ে ভাগ্য বদলায়নি কিশোর গায়কের।
খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল হাসান বলেন, ‘তার গানের গলা ছিল অসাধারণ। অল্প দিনেই সুমন তার গান দিয়ে সবার মন জয় করে নেয়। কোথা থেকে যে কী হয়ে গেল…’।
সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামীমুল ইসলাম বলেন, সুমনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছিল।
For all the latest entertainment News Click Here