টেকনিক থেকে খাদ্যাভাস, সব নিয়ে ধেয়ে আসছে সমালোচনা, ইনস্টায় গর্জে উঠলেন কোহলি
দলের খারাপ সময়ে মাত্র ১৪ রানে আউট হওয়ার পরেও কোনও আফসোস নেই বিরাট কোহলির। আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার পর তাঁকে খোশমেজাজে আড্ডা দিতে দেখা গিয়েছে। হালকা মেজাজে খাবার খেতে দেখা গিয়েছে। সেই সময়ে কিন্তু ভারতের বেহাল দশা। ৪ উইকেট পড়ে গিয়েছিল। চাপে ছিল পুরো দল। তার পরেও এই নিয়ে যাঁরা কোহলির সমালোচনা করেছেন, তাঁদেরই ঘুরিয়ে একহাত নিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম ইনিংসে বিরাট কোহলি রীতিমতো হতাশ করেছেন। মিচেল স্টার্কের দুর্দান্ত ডেলিভারিতে তিনি মাত্র ১৪ রানে আউট হয়ে যান কোহলি। দলের প্রয়োজনে কোহলির এই হতাশাজনক পারফরম্যান্স মোটেও ভালো ভাবে হজম করতে পারেননি ভারতের ক্রিকেট ভক্তরা।
আরও পড়ুন: রোহিতের সমালোচনা মিলিয়ে দিল সৌরভ-শাস্ত্রীকে, দু’ জনেই ত্রুটি খুঁজে পেলেন ভারতের রণনীতিতে
এর তার উপরে আবার কোহলিকে ড্রেসিংরুমে ফিরে শুভমন গিল, ইশান কিষাণ, বিক্রম রাঠোরদের সঙ্গে খোশমেজাজে আড্ডা দিতে দেখা গিয়েছে। সেই সঙ্গে তিনি আউট হয়ে ফিরেই খেতে বসে গিয়েছিলেন। এতে আরও চটেছেন ক্রিকেট ভক্তরা। তাঁরা কোহলিকে পুরো সমালোচনায় ধুইয়ে দিয়েছেন। আউট হওয়ার পরেই কোহলির আড্ডা এবং খাওয়ার ছবি প্রকাশ্যে আসতেই তিনি ব্যাপক ভাবে ট্রোলড হন। নেটপাড়ায় ভক্তদের ক্ষোভের মুখে পড়েন বিরাট কোহলি।
আরও পড়ুন: ক্যায়া ইয়ার তুম লোগ… উইকেট না পড়ায় মাঠের মধ্যেই সতীর্থদের উপর মেজাজ হারালেন রোহিত- ভিডিয়ো
এই ঘটনার একদিন পরে কোহলি একটি ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করেছেন। যেখানে তিনি ট্রোলারদের ঘুরিয়ে জবাব দিয়েছেন। সেই পোস্টটিতে আমেরিকান লেখক মার্ক ম্যানসনের একটি উদ্ধৃতি শেয়ার করেছেন কোহলি। যেখানে লেখা, ‘অন্যান্য মানুষদের মতামতের কারাগার থেকে নিজেকে মুক্ত করার জন্য আপনাকে অবশ্যই অপছন্দ করার মতো ক্ষমতাকে বিকাশ করতে হবে।’ কোহলি সম্ভবত ট্রোলাদের বোঝাতে চেয়েছেন, তিনি এই সব সমালোচনার ধার ধারেন না।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৪৬৯ রানের জবাবে ভারত ১৫১ রান তুলতে গিয়ে পাঁচ উইকেট হারিয়ে বসে রয়েছে। দ্বিতীয় দিনের শেষে ৩১৮ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা (১৫), শুভমন গিল (১৩), চেতেশ্বর পূজারা (১৪), বিরাট কোহলিরা (১৪) চূড়ান্ত ফ্লপ। রবীন্দ্র জাদেজা তাও ৫১ বলে ৪৮ রান করেন। এখন ক্রিজে রয়েছেন অজিঙ্কা রাহানে (৭১ বলে ২৯) এবং শ্রীকর ভরত (১৪ বলে ৫)। এই জুটি ভাঙলে সব শেষ। প্রশ্ন উঠেছে ভারত ফলোয়ান বাঁচাতে পারবে তো? এত চাপের মাঝে কোহলির খোশমেজাজে আড্ডা আর খাবার ভিডিয়ো যেন ভারতীয় ক্রিকেট ভক্তদের হতাশার আগুনে ঘি ঢেলেছে।
For all the latest Sports News Click Here