টি-২০ সিরিজে অল্পের জন্য ওয়ার্নারকে টপকাতে পারলেন না শ্রেয়স আইয়ার
শুভব্রত মুখার্জি: সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতের হয়ে ব্যাট হাতে স্বপ্নের ফর্মে ছিলেন ডানহাতি ব্যাটার শ্রেয়স আইয়ার। পরপর তিন ম্যাচে শুধুমাত্র অর্ধশতরান যে করেছেন তা নয় তাকে একবারের জন্যও প্যাভিলিয়নের রাস্তা দেখাতে পারেননি লঙ্কান বোলাররা। ফলে একটি টি-২০ সিরিজে গোটাটায় অপরাজিত থেকে সর্বোচ্চ রান করার ক্ষেত্রে অল্পের জন্য ডেভিড ওয়ার্নারের নজির স্পর্শ করা হল না তার।
প্রসঙ্গত ডেভিড ওয়ার্নার এই নজির গড়েছিলেন ২০১৯ সালে। কাকাতলীয়ভাবে সেই সিরিজেও অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। সেই সিরিজে ওয়ার্নার অপরাজিত থেকে করেছিলেন ২১৭ রান। আর তার ঠিক বছর তিনেক বাদে সেই লঙ্কানদের বিরুদ্ধে অপরাজিত থেকে একটি সিরিজ থেকে শ্রেয়স আইয়ারের ব্যাট থেকে সংগ্রহ ২০৪ রান। ওয়ানিন্ডু হাসারাঙ্গা সহ একাধিক প্রথম একাদশের ক্রিকেটার এই সিরিজে না থাকার কারণে লঙ্কানদের প্রথম একাদশ বেশ কিছুটা শক্তি হারিয়েছিল একথা বলাই বাহুল্য।
প্রসঙ্গত রবিবার ম্যাচে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ৫ উইকেট হারিয়ে ১৪৬ রান করতে সমর্থ হয়েছিল। অধিনায়ক দাসুন শানাকা করেন অপরাজিত ৭৪ রান। তাকে যোগ্য সঙ্গত দেন দিনেশ চান্দিমাল। তিনি করেন ২২ রান। রান তাড়া করতে নেমে ভারত ১৯ বল বাকি থাকতে ৬ উইকেট হাতে নিয়ে ম্যাচ জিতে যায়। এই জয়ের রূপকার ব্যাটার শ্রেয়স আইয়ার। তিনি ৪৫ বলে ৭৩ রানের অপরাজিত একটি অসাধারণ ইনিংস খেলে ভারতের জয় নিশ্চিত করেন।
For all the latest Sports News Click Here