টি-২০ ফর্ম্যাটে ভারতের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক যুজবেন্দ্র চাহাল
শুভব্রত মুখার্জি: টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হওয়ার কৃতিত্ব অর্জন করলেন স্পিনার যুজবেন্দ্র চাহাল। লখনউয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচে এই নজির গড়লেন তিনি। ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহকে পিছনে ফেলে এই নজির গড়লেন তিনি। আপাতত তার এই সিরিজে বুমরাহ বিশ্রামে থাকার ফলে এই রেকর্ড চাহালের দখলেই থাকছে।
শ্রীলঙ্কার বিপক্ষে এদিন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকাকে আউট করে জসপ্রীত বুমরাহকে পিছনে ফেলে দেন চাহাল। ৬ বলে ৩ রান করে চাহালের বলে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন শানাকা। এদিন ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ১৯৯ রান তুলতে সমর্থ হয়। ৩২ বলে ৪৪ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। ৫৬ বলে ৮৯ রানের এক অসাধারণ ইনিংস উপহার দেন উইকেট রক্ষক ব্যাটার ইশান কিষাণ। ২৮ বলে ৫৭ রান করে অপরাজিত থেকে ভারতীয় দলকে রানের পাহাড়ে পৌঁছে দেন শ্রেয়স আইয়ার।
জবাবে ব্যাট করতে নেমে লঙ্কান ব্যাটাররা কোন সময়তেই ভারতীয় বোলারদেরকে সমস্যাতে ফেলতে পারেনি। একটা সময় ৫১ রানে ৪ উইকেট হারায় লঙ্কানরা। সেখান থেকে তাদের ইনিংস শেষ হয় ৬ উইকেটে ১৩৭ রান করে। তাদের হয়ে সর্বোচ্চ রান করেন চারিথ আসালাঙ্কা। তিনি ৫৩ রান করে অপরাজিত থাকেন। তাকে যোগ্য সঙ্গত দেন দুষ্মন্ত চামিরা। তিনি ২৪ রানে অপরাজিত থাকেন। ফলে ভারত ম্যাচ জেতে ৬২ রানে। এদিন শানাকার উইকেট নিয়ে চাহাল পিছনে ফেলেন বুমরাহকে। উল্লেখ্য ২০২১ সালে টি-২০ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিরুদ্ধে ভারতের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়ার নজির গড়েছিলেন বুমরাহ।
For all the latest Sports News Click Here