টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকবে উমরান, আশাবাদী প্রাক্তন জাতীয় নির্বাচক প্রধান
শুভব্রত মুখার্জি: সদ্য শেষ হওয়া আইপিএলের সবথেকে বড় সেনসেশন ছিলেন ২২ বছর বয়সি নবীন পেসার উমরান মালিক। তার আগুনে গতি তাক লাগিয়ে দিয়েছে গোটা ক্রিকেট বিশ্বকে। বিশ্বের তাবড় তাবড় ব্যাটারদের তিনি তার গতিতে পরাস্ত করেছেন। নিয়েছিলেন ২২ টি উইকেট। সদ্য শেষ হওয়া মরশুমের দ্বিতীয় দ্রুতগতির বলটাও তিনি করেছিলেন। পুরস্কার স্বরূপ ভারতীয় জাতীয় দলে জায়গাও হয়েছিল তার। তবে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতীয় দলে থাকলেও প্রথম একাদশে জায়গা হয়নি তার। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুযোগ না পেলেও ডাবলিনে রবিবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন উমরান। সেই প্রসঙ্গে বলতে গিয়েই কিংবদন্তি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকার জানিয়েছেন দীর্ঘদিন উমরানকে অপেক্ষা করানো ঠিক নয়। তিনি আশা করছেন বছর শেষে অজিভূমে টি-২০ বিশ্বকাপে ও ভারতীয় দলে থাকবেন উমরান।
প্রসঙ্গত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে চারটি ম্যাচ খেলা হয়। পঞ্চম ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। একটি ম্যাচেও উমরান খেলার সুযোগ পাননি। পরবর্তী আয়ারল্যান্ড সিরিজেও সুযোগ পেয়েছেন। এখন দেখার দুটি টি-২০ তে তিনি ভারতীয় দলে খেলার সুযোগ পান কিনা। আইপিএলে ১৪ টি ম্যাচ খেলা জম্মুর এই পেসার ধারাবাহিকভাবে ১৫০ কিমি গতিতে বোলিং করেছেন।
উমরান মালিক প্রসঙ্গে বলতে গিয়ে দিলীপ বেঙ্গসরকার জানিয়েছেন ‘আমি আশা করব ও (উমরান) বিশ্বকাপে খেলবে। ও দারুণ একটা ট্যালেন্ট। আইপিএলেও ভালো খেলেছে। ওর একটা সুযোগ পাওয়া উচিত। এই ফর্ম্যাটে (টি-২০) ওকে দেখে বেশ ভালো বোলার মনে হয়েছে। আমি আশা করব ও প্লেনে (অস্ট্রেলিয়াগামী টি-২০ বিশ্বকাপের দলে) থাকবে। আমি নিশ্চিত ও সুযোগ পেলে বেশ ভাল খেলবে। এখন অনেক পেসার উঠে আসছে। আমি মনে করি ওকে (উমরানকে) তাড়াতাড়ি সুযোগ দেওয়া উচিত (প্রথম একাদশে)। ও প্রমাণ করেছে যে কতটা দ্রুত বল করতে পারে। দুরন্ত গতিতে ও বেশ কিছু ইয়র্কার বোলিং করেছে। ফলে বেশিদিন ওকে অপেক্ষা করানো ঠিক হবে না।’
For all the latest Sports News Click Here