টি-টোয়েন্টিতে উঠল ৪২৮ রান, মারা হল ৩১ ছক্কা! দেখুন ‘রকেট ম্যানের’ দুর্ধর্ষ শতরান
শুভব্রত মুখার্জি
∆ ওয়েস্ট ইন্ডিজ: ২২৪/৫ (পাওয়েল ১০৭)
∆ ইংল্যান্ড: ২০৪/৯ (ব্যান্টন ৭৩)
টি-টোয়েন্টিতে স্পেশালিস্ট ব্যাটার হিসেবে ‘রকেট ম্যান’ রভম্যান পাওয়েলের খ্যাতি বরাবরের। তবে আন্তর্জাতিক মঞ্চে এমন বিধ্বংসী ইনিংস এর আগে সম্ভবত তাঁকে খেলতে দেখা যায়নি, যেটা তিনি খেললেন ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে। দলে তাঁর প্রত্যাবর্তনের ম্যাচে পাওয়ার হিটিংয়ের দুর্দান্ত প্রদর্শনী দেখালেন জামাইকান এই ব্যাটার। দুই দলের ব্যাটারদের ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচে যেন রানের জোয়ার বইল। গোটা ম্যাচে মোট ৩১ টি ছক্কা হাঁকিয়েছেন দুই দলের ব্যাটাররা। ম্যাচ জিতে সিরিজে লিড নিল ওয়েস্ট ইন্ডিজ।
মোট ৪২৮ রান হওয়া এই টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে ২০ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ ম্যাচের সিরিজের ক্যারিবিয়ানরা আপাতত এগিয়ে ২-১ ব্যবধানে। বার্বাডোজে বুধবার ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে করে ৫ উইকেটে ২২৪ রান। যা ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের সর্বোচ্চ রান।
সিরিজের প্রথম দুই ম্যাচে সুযোগ পাননি পাওয়েল। তৃতীয় ম্যাচে ১০ টি ছক্কায় তাঁর ইনিংস সাজানো ছিল। ৫৩ বলে ১০৭ রানের ইনিংস খেলেন তিনি। উল্লেখ্য, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় সেঞ্চুরিয়ন ২৮ বছরের এই ব্যাটার। তবে ওপেনারদের বাইরে তিনিই প্রথম। উল্লেখ্য, ক্রিস গেইল ও এভিন লুইস করেছেন।
এদিন তৃতীয় উইকেটে নিকোলাস পুরানকে নিয়ে ১২২ রানের জুটি গড়েন পাওয়েল। যা ওয়েস্ট ইন্ডিজের হয়ে রেকর্ড। পুরান ৪৩ বলে ৭০ রানের ইনিংস খেলেন। ইংল্যান্ডও জবাবে থমকে যায় ২০৪ রানে। ওপেনিংয়ে টম ব্যান্টন ৩৯ বলে ৭৩ রানের ইনিংস খেলেন। অভিষেক হওয়া ফিল সল্ট করেন ২৪ বলে ৫৭ রান। কেনসিংটন ওভালে ইংল্যান্ড এই ম্যাচে মাঠে নেমেছিল ৫ পরিবর্তন সহ । অভিষেক হয় জর্জ গার্টন, ফিল সল্ট ও হ্যারি ব্রুকের। ম্যাচের আগে অনুশীলনে অসুস্থতার কারণে ছিটকে যান ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান। ফলে দলকে নেতৃত্ব দেন মইন আলি। টস জিতে ক্যারিবিয়ানদের ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন তিনি।
For all the latest Sports News Click Here