‘টিম ভয় পাইয়ে দেয়’, সানি লিওনের রক্তাক্ত পায়ের ভিডিয়ো ভাইরাল, কী হল তাঁর?
কোটেশন গ্যাং নামক একটি ছবির শ্যুটিংয়ে বর্তমানে ব্যস্ত আছেন সানি লিওন। সেখানে তাঁর সঙ্গে প্রিয়মণি এবং জ্যাকি শ্রফকে দেখা যেতে চলেছে। এই ছবির শ্যুটিং করতে গিয়েই সম্প্রতি গুরুতর আহত হলেন অভিনেত্রী। সেটারই ভিডিয়ো বানিয়ে নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি। তাঁর এই আঘাতের কথা সমস্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন সানি। তিনি তাঁর এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন ‘আমার টিম আমায় আমায় বেশি ভয় পাইয়ে দেয়।’
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে অভিনেত্রীর তামিল ছবি ওহ মাই ঘোস্ট। সেখানে তাঁকে রানি মায়াসেনার চরিত্রে দেখা গিয়েছে। তিনি তাঁর অভিনয় এবং চরিত্র দিয়ে সকলের মন জয় করে নিয়েছেন। এই ছবির পর তিনি তাঁর নতুন প্রজেক্ট কোটেশন গ্যাং-এর কাজ শুরু করে দিয়েছিলেন। আর সেখানেই এই বিপদ হয় তাঁর।
তাঁর পা কেটে গিয়েছে। শ্যুটিং করতে গিয়ে পায়ের অনেকটাই কেটে যায় অভিনেত্রীর। শুধু কেটে যায় এমনটাই নয়, রীতিমত রক্ত বেরোতে থাকে। তিনি সেটার একটা ভিডিয়ো বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। অভিনেত্রীর পোস্ট করা ভিডিয়োতে তাঁকে তাঁর কস্টিউমে দেখা যায়। তাঁর গোটা টিম তাঁকে নিয়ে এই অবস্থায় ব্যস্ত হয়ে পড়ে এবং সাহায্য করতে ছুটে আসে। তাঁরা এই ক্ষতটার একটা প্রাথমিক ড্রেসিং করিয়ে দেন।
অভিনেত্রী এই ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনের সঙ্গে একাধিক হ্যাশট্যাগ ব্যবহার করে লেখেন সানি লিওন, অন সেট, বিহাইন্ড দ্য সিন, কোটেশন গ্যাং।
অভিনেত্রীর এই পোস্টে একাধিক ব্যক্তি নিজেদের মতামত জানিয়েছেন। কেউ কেউ লিখেছেন, ‘সানি লিওন কিছু নাটক করতে পারেন।’, কেউ আবার লিখেছেন, ‘ আপনি শ্যুটিং করতে গিয়ে বারবার কী করে আঘাত পান? নিজের যত্ন রাখুন।’
কোটেশন গ্যাং ছাড়াও অভিনেত্রীর হাতে এখন একাধিক প্রজেক্ট রয়েছে। তাঁকে আগামীতে মালায়লাম ছবি শেরো এবং রঙ্গিলায় দেখা যেতে চলেছে।
For all the latest entertainment News Click Here