টিম ইন্ডিয়ার সাফল্যে খুলছে সুযোগের দরজা, বিদেশে খেলতে যেতে পারে ভারতের ক্লাবগুলি
এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে রয়েছে ভারতীয় ফুটবল দল। সদ্য সাফ কাপ চ্যাম্পিয়ন হয়েছেন সুনীল ছেত্রীরা। আর তাতেই ভারতীয় দল আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য ডাক পেয়েছে। একথা জানালেন সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যান চৌবে। ভারতীয় দল এই বছরে এখনও পর্যন্ত ১১টি ম্যাচে অংশগ্রহণ করে অপরাজিত রয়েছে। গত চার মাসে জিতেছে তিনটি টুর্নামেন্ট। সেই তিনটি টুর্নামেন্ট হল ত্রিদেশীয় চ্যাম্পিয়নশিপ, ইন্টারকন্টিনেন্টাল কাপ, এবং সদ্য সমাপ্ত হওয়া সাফ কাপ চ্যাম্পিয়নশিপ। এই সপ্তাহের শুরুর দিকে বেঙ্গালুরুতে সাফ কাপের মুখোমুখি হয়েছিল ভারত এবং কুয়েত। শক্তিশালী দল কুয়েতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। ভারতীয় দলের এই জয়ের জন্য শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
জাতীয় দলের এই জয়জয়কারের জন্য ডাক পাচ্ছে আন্তর্জাতিক টুর্নামেন্টে। বৃহস্পতিবার টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি চৌবে বলেন, ‘ভারত থেকে যদি কিছু ক্লাব বিদেশের মাটিতে খেলতে যায় তাহলে অবাক হওয়ার কিছুই নেই। লন্ডন, দক্ষিণ আফ্রিকা, দুবাইতে হয়তো খেলতে যেতে পারে। আমার ধারণা এদেশের ফুটবলাররা বিদেশের মাটিতে যত বেশি খেলতে যাবে তত তাদের ভয় কাটবে এবং তাদের আত্মবিশ্বাসও বাড়বে। এছাড়াও যে ক্লাবগুলি খেলতে যাবে সেই ক্লাবগুলিতে চার থেকে পাঁচজন জাতীয় দলের ফুটবলার থাকবে। শেষ পর্যন্ত একে সবাইকেই অনেকটা সাহায্য করবে।’
এছাড়াও তিনি আরও বলেন, ‘আমি যখন এআইএফএফ-র প্রতিনিধিত্ব করতে বিদেশে যাই তখন আমি অন্যান্য ফেডারেশনের সভাপতিদের সঙ্গে দেখা করি। শুধু দেখাই নয়, ভালো সম্পর্কও গড়ে তোলার চেষ্টা করি। এবং ভারতীয় ফুটবলের জন্য আরও ভালো কিভাবে করা যায় সেটাও দেখি। আমি অন্যান্য ফেডারেশনের সভাপতিদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তিন থেকে চারটি দেশ আছে যেখানে ক্লাবগুলি খেলতে যেতে পারে।’
এআইএফএফ-র শক্তিশালী দল মধ্য এশিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের সাথে লড়ার ক্ষমতাও তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। এবছর সাফ কাপে লেবানন এবং কুয়েতের মতো শক্তিশালী দলের সঙ্গে জিতে আত্মবিশ্বাস তৈরি করেছে। যা গত বছর ওমানের বিরুদ্ধে লড়ে যে হার হয়েছিল তা কিছুটা হলেও কাটানো গিয়েছে। এইবছর এই জয়ের ফলেই ধীরে ধীরে তাদের আবার আত্মবিশ্বাস জেগে উঠছে।
ফুটবল ফেডারেশনের সভাপতি ভারতীয় দলের এই আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করার ব্যাপারে বলেন, ‘আমি চাইনা ভারত শুধু সাফ কাপের মধ্যেই সীমাবদ্ধ থাকুক। আমি চাই তারা সিএএফএ, মধ্যপ্রাচ্য সব জায়গাতেই দেখতে চাই। আমাদের দল যত বেশি খেলবে তত তারা নিজেদের তুলে ধরার সুযোগ পাবে। ফুটবল কোনও জাদুর বিষয় নয়। এখানে যত বেশি খেলা যাবে ততই উন্নতি করা যাবে বিপক্ষ দলের জন্য।’
For all the latest Sports News Click Here