টিম ইন্ডিয়ার নেটে অশ্বিনদের মুগ্ধ করলেন যশস্বী, ভুল শুধরে দিলেন কোহলি- ভিডিয়ো
গত কয়েক মরশুমে ঘরোয়া ক্রিকেটে ঝুড়ি ঝুড়ি রান করেছে যশস্বী জসওয়াল। তবে তাঁর কেরিয়ার বড়সড় মোড় নেয় গত কয়েক মাসে। বিশেষ করে আইপিএল ২০২৩-এর ২ মাসে যেভাবে ব্যাট হাতে সকলকে সম্মোহিত করেন রাজস্থান রয়্যালসের তরুণ ওপেনার, তাতে তাঁকে অবিলম্বে জাতীয় দলে সুযোগ করে দেওয়ার দাবি তোলেন বিশেষজ্ঞরা।
আইপিএলের শেষেই নিজের স্বপ্ন সফল করার পথে এক পা বাড়িয়ে রাখেন যশস্বী। অপ্রত্যাশিতভাবে তিনি ডাক পেয়ে যান জাতীয় দলে। যদিও মূল স্কোয়াডে নয়, বরং আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য রিজার্ভ ক্রিকেটার হিসেবে ভারতীয় শিবিরে ঢুকে পড়েন যশস্বী। তিনি রুতুরাজ গায়কোয়াড়ের বদলি হিসেবে তড়িঘড়ি ইংল্যান্ডে উড়ে যান।
প্রাথমিকভাবে জাতীয় নির্বাচকরা মূল স্কোয়াডের সঙ্গে তিনজন ক্রিকেটারের নাম স্ট্যান্ড-বাই হিসেবে ঘোষণা করেন। সূর্যকুমার যাদব, ও বাংলার পেসার মুকেশ কুমারের সঙ্গে রুতুরাজের নাম ছিল সেই তালিকায়। তবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ঠিক পরেই বিয়ের পিঁড়িতে বসবেন চেন্নাই সুপার কিংসের তারকা ওপেনার। জুনের ৩-৪ তারিখে বসতে চলেছে তাঁর বিয়ের আসর। তাই ৫ তারিখের আগে তাঁর পক্ষে ইংল্যান্ডে উড়ে যাওয়া সম্ভব নয় বলে বিসিসিআইকে জানিয়ে দেন রুতুরাজ।
আরও পড়ুন:- WTC Final: পাল্লা ভারি অজিদের, টেস্ট চ্যাম্পিয়নশিপের সেরা দশ ব্যাটারের তালিকায় অস্ট্রেলিয়ার চারজন, ভারতের কেউ নেই
রুতুর সিদ্ধান্ত জানার পরেই জাতীয় নির্বাচকরা তাঁর বদলে যশস্বীকে স্ট্যান্ড-বাইয়ের তালিকায় ঢুকিয়ে দেন এবং জসওয়াল ক্যাপ্টেন রোহিতের সঙ্গে পাড়ি দেন ইংল্যান্ডে। ওদেশে পৌঁছে তড়িঘড়ি অনুশীলনেও নেমে পড়েন যশস্বী। উল্লেখযোগ্য বিষয় হল, নেটে জসওয়ালকে অত্যন্ত সাবলীল দেখায়। পেসার ও স্পিনারদের বিরুদ্ধে জমাট ডিফেন্স থেকে পায়ের যথাযথ ব্যবহারে বড় শট নেওয়া, সবেতেই দাপট দেখান যশস্বী। নেটে তাঁর ব্যাটিং সঙ্গত কারণেই খুশি করে রবিচন্দ্রন অশ্বিন, বিরাট কোহলিদের।
অশ্বিন রাজস্থান রয়্যালসে যশস্বীর সতীর্থ ছিলেন। নেটেই জসওয়ালকে একাধিকবার পরমার্শ দিতে দেখা যায় অশ্বিনকে। পরে যশস্বীকে আলাদাভাবে টিপস দিতে দেখা যায় বিরাট কোহলিকেও।
আরও পড়ুন:- IPL 2023 Final: ‘ঘুমোতে পারিনি, শুধু ভাবছিলাম…’, দুঃস্বপ্নের শেষ ২টি বল নিয়ে ভাঙা মনে প্রতিক্রিয়া জানালেন মোহিত শর্মা
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনালে রোহিত শর্মার সঙ্গে শুভমন গিলের ওপেন করা কার্যত পাকা। সুতরাং, দুই তারকার মধ্যে কেউ একজন শেষ মুহূর্তে ছিকটে না গেলে যশস্বীর পক্ষে মাঠে নেমে পড়ার কোনও সুযোগ নেই। তবে এই ক’দিন জাতীয় দলের সঙ্গে থেকে জসওয়াল যে অভিজ্ঞতা অর্জন করবেন, তা তাঁকে ভবিষ্যতে আরও পরিণত ক্রিকেটার হয়ে উঠতে সাহায্য করবে সন্দেহ নেই।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here