টিভির পর্দায় প্রথমবার ঠোঁটে ঠোঁট রেখে চুমু! ডেটল দিয়ে মুখ ধুতে হয়েছিল নীনাকে
ছক ভাঙতে ওস্তাদ তিনি, যা সে রিল হোক বা রিয়েল। নীনা গুপ্তা ভালোভাবেই জানেন স্রোতের বিপরীতে সাঁতার কীভাবে কাটতে হয়। ব্যক্তিগত জীবনে বরাবর অকপট, অনায়াস নীনা গুপ্তা। নেটফ্লিক্সের আসন্ন ছবি ‘লাস্ট স্টোরিজ ২’তে বিয়ের আগেই যৌন সম্পর্ক স্থাপনে বিশ্বাসী বিন্দাস ‘ঠাকুমা’র চরিত্রে দেখা যাবে নীনাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কেরিয়ারের শুরুর দিনের কথা ভাগ করে নিয়েছেন নীনা। সেখানে এক টেলিভিশন শো-তে চুমু খাওয়ার ‘ভয়ঙ্কর’ অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। আরও পড়ুন-‘সেক্স, পিরিয়ডস নিয়ে মা কোনওদিন কথা বলেনি’, এবার যৌনতার পাঠ দেবেন ‘ঠাকুমা’ নীনা
নব্বইয়ের দশকের গোড়ার দিকে ‘দিললাগি’ নামের এক টিভি শো’তে কাজ করেছিলেন নীনা। সেখানেই কো-স্টারকে চুমু খেতে হয়েছিল তাঁকে। ওই অভিজ্ঞতা ভিতর থেকে নাড়িয়ে দিয়েছিল তাঁকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে শট শেষ করেই বাথরুমে গিয়ে ডেটল দিয়ে মুখ ধুয়েছিলেন তিনি।
নীনার কথায়, সেইসময় শারীরিক অন্তরঙ্গতা সেভাবে পর্দায় তুলে ধরা হত না। নির্মাতারা চেয়েছিলেন ওই দৃশ্যকে ঘিরে সিরিয়ালের অভূতপূর্ব প্রচার। ভারতীয় টেলিভিশনের ‘প্রথম অন-স্ক্রিন চুমু’ হিসাবে ওই দৃশ্যকে প্রচার করা হয়েছিল, যদিও সেই সিদ্ধান্ত চ্য়ানেলের জন্য মতোই সুখকর হয়নি। ইনসাইড বলিউডকে নীনা বলেন, ‘অভিনেতা হিসাবে তোমাকে সবধরণের দৃশ্যে অভিনয় করতে প্রস্তুত থাকতে হয়। কখনও কাদার মধ্য়ে পা দিতে হয়, কখনও ঘন্টার পর ঘন্টা চড়া রোদে দাঁড়িয়ে থাকতে হয়’।
এরপর নীনা যোগ করেন, ‘অনেক বছর আগে আমি একটা সিরিয়াল করেছিলাম দিলীপ ধাওয়ানের সঙ্গে। সেখানে ভারতীয় টেলিভিশনের প্রথম ঠোঁটে ঠোঁট রেখে চুমুর দৃশ্য দেখানো হয়েছিল। আমি সারারাত ঘুমোতে পারিনি। ও আমার বন্ধু ছিল না, তবে আমরা পরিচিত ছিলাম। ওকে দুর্দান্ত দেখতে ছিল, কিন্তু ওই সব পরিস্থিতিতে এগুলো কোনও ব্যাপারই নয়। কারণ শারীরিকভাবে-মানসিকভাবে আমি প্রস্তুত ছিলাম না। আমি খুব চিন্তিত ছিলাম, কিন্তু নিজেকে কোনওমতে রাজি করিয়েছিলাম ওই দৃশ্যের জন্য’। এরপর অভিনেত্রী জানান, ‘যখনই দৃশ্যটা শেষ হল, আমি নিজের মুখ ডেটল দিয়ে ধুয়েছিলাম। এমন কেউ যাকে আমি ভালোভাবে চিনি না, তাঁকে চুমু খাওয়াটা আমার পক্ষে খুব কষ্টকর’।
নীনা জানান, চ্যানেল চেয়েছিল ওই দৃশ্যটা দিয়ে সিরিয়ালের প্রচার করতে, কিন্তু ওই সময় সিরিয়াল মানেই ছিল সপরিবারে বসে দেখবার মতো বিষয়বস্তু। তাই বিতর্কের জেরে শেষমেশ ওই দৃশ্যটি ছেঁটে ফেলতে হয়েছিল সিরিয়াল থেকে। নীনার কথায়, ‘উৎসব’-এ একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়েও কাঠখড় পোড়াতে হয়েছিল তাঁকে।
For all the latest entertainment News Click Here