টিকিটের মূল্য ১০০ টাকা থেকে শুরু, WPL-এর উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন কিয়ারা-কৃতি
উইমেন্স প্রিমিয়র লিগের উদ্বোধনী মরশুমে বল পিচে পড়তে কয়েকটা দিন মাত্র বাকি। বেশ কয়েকটি বিষয় নিয়ে ছবিটা পরিষ্কার করল বিসিসিআই। জানিয়ে দেওয়া হল উদ্বোধনী অনুষ্ঠানে কারা পারফর্ম করবেন। আপডেট দেওয়া হল টিকিট নিয়েও।
টিকিট নিয়ে আপডেট দিল BCCI:-
৪ মার্চ অনুষ্ঠিত হবে উইমেন্স প্রিমিয়র লিগের উদ্বোধনী ম্যাচ। একেবারে শেষ মুহূর্তে টুর্নামেন্টের টিকিট নিয়ে ক্রিকেটপ্রেমীদের আপডেট দিল বিসিসিআই। এমন সম্ভাবনা উঁকি দিচ্ছিল যে, বিসিসিআই উইমেন্স প্রিমিয়র লিগের প্রথম মরশুমে বিনামূল্যে দর্শদের খেলা দেখার সুযোগ দিতে পারে। শেষমেশ বোর্ডের তরফে জানানো হয় যে, ১০০ টাকা থেকে শুরু টিকিটের মূল্য।
এর আগে ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজের ম্যাচগুলির জন্য কোনও টিকিটের ব্যবস্থা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রচুর সংখ্যায় দর্শকরা স্টেডিয়ামে এসে হরমনপ্রীতদের খেলা দেখেন। এবার উইমেন্স প্রিমিয়র লিগে দর্শক টানতে ভারতীয় ক্রিকেট বোর্ড সেই একই পথে হাঁটতে পারে বলে মনে করা হচ্ছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে কিয়ারা-কৃতিকে:-
ভারতীয় ক্রিকট বোর্ডের তরফে বুধবার নিশ্চিতভাবে জানিয়ে দেওয়া হয় যে, ৪ মার্চ ডিওয়াই পাতিল স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের মন মাতাবেন কিয়ারা আডবানি ও কৃতি শ্যানন। পারফর্ম করবেন এপি ধিলনও। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে ৫টা ৩০ মিনিট থেকে। বিকাল ৪টের সময় খুলবে স্টেডিয়ামের গেট।
কোথায় পাবেন টিকিট:-
বিসিসিআইয়ের টিকিট পার্টনার বুক মাইশ শো-এর ওয়েবসাইটে গিয়ে উইমেন্স প্রিমিয়র লিগের টিকিট কিনতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।
For all the latest Sports News Click Here