‘টিকিটের দাম ৩,০০০ টাকা, IPL-র ম্যাচ দেখতে কাঠফাটা রোদে জুটল প্লাস্টিকের চেয়ার’
টিকিটের দাম নেওয়া হয়েছে ৩,০০০ টাকা। অথচ ব্রেবোর্ন স্টেডিয়ামে ঠিকমতো বসার আয়োজন করা হয়নি। কড়া রোদের মধ্যে কোনওক্রমে প্লাস্টিকের চেয়ারে রেখে দেওয়া হয়েছে। এমনই অভিযোগ তুললেন নেটিজেনদের একাংশ।
আরও পড়ুন: ঝুলনের হাতে ওঠার সৌভাগ্য হল না বিশ্বকাপের, ভেঙে পড়লেন হতাশায়, কেঁদেও ফেললেন হয়ত
রবিবার মুম্বইয়ের বেব্রোর্ন স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নেমেছে মুম্বই ইন্ডিয়ান্স। সমর্থকদের দাবি, দুপুরের ম্যাচের জন্য চড়া দামেই টিকিট কাটতে হয়েছে। বিনেশ প্রভু নামে এক দর্শক জানিয়েছেন, ব্রেবোর্নে টিকিট কিনতে ৩,০০০ টাকা খরচ পড়েছে। তাঁরই পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে, মাঠের একদিকে কাঠফাটা রোদের মধ্যে প্লাস্টিক চেয়ারের বন্দোবস্ত করা হয়েছে। ওই ব্যক্তিই ইনস্টাগ্রামে নিজের স্টোরিতে সেই প্লাস্টিক চেয়ারের ছবি পোস্ট করে লিখেছেন, ‘গরম গরম চেয়ার’।
ওই ভক্ত সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। একজন লিখেছেন, ‘টিকিটের দাম ৩,০০০ টাকা। ভালো সিট তো দিতে পারতেন।’ এক নেটিজেন আবার বলেন, ‘পাকিস্তানে বিয়ের চেয়ার নিয়ে মজা ওড়াচ্ছিলেন লোকজন। রোহিত (শর্মা) ভাই তোমার ৩,০০০ টাকা ৪,০০০ টাকার স্টেডিয়ামের ওই অবস্থা।’ বিনেশ বলেন, ‘বিশ্বকাপেপ সময় অস্থায়ী স্ট্যান্ড তৈরি করেছিল ইংল্যান্ড। আমি জানি না, এটা এখানে কতটা সম্ভব। এখানে কতটা সেটা সম্ভব হবে, সে বিষয়ে নিশ্চিত নই। তবে ৩,০০০ টাকা ৩,৫০০ টাকা দেওয়ার পর এই মারাত্মক গরমেপ্লাস্টির চেয়ারে বসতে হওয়ার বিষয়টি ঠিক নয়।’ সেইসঙ্গে ইলেকট্রনের ছবিও পোস্ট করেন তিনি।
For all the latest Sports News Click Here