টানা ৪ T20I ইনিংসে শূন্য রানে আউট পাকিস্তানের ব্যাটার, গড়লেন লজ্জার নজির
শুভব্রত মুখার্জি: আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে লজ্জার নজির গড়লেন পাকিস্তানের ডান হাতি ব্যাটার আবদুল্লা শফিক। আন্তর্জাতিক টি-২০ যে নজির এককথায় বিরলও বটে! প্রথম ব্যাটার হিসেবে পরপর চার ইনিংসে শূন্য করে লজ্জার নজির গড়লেন তিনি। শারজাতে আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০তে এই লজ্জার নজির গড়েছেন পাক ব্যাটার আবদুল্লা শফিক।
রবিবার শারজাতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। ব্যাট করতে নেমে সমস্যায় পড়ে যায় পাক দল। একটা সময়ে তাদের শূন্য রানে দুই উইকেট পড়ে যায়। ওপেনার সাইম আয়ুব দুই বল খেলে শূন্য রানে আউট হন। এরপর ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হয়ে যান শফিক। এদিন বল হাতে আগুন ঝরান ফজলহক ফারুকি। আফগান বাঁহাতি পেসারের দাপটে শূন্য রানে দুই উইকেট পড়ে যায় পাক দলের। ফারুকির ইনসুইং করে ভিতরের দিকে ঢুকে আসা বলে এলবিডব্লিউ হয়ে যান শফিক। বলটিকে লেগ সাইডে ফ্লিক করতে গিয়ে মিস করে যান শফিক। বল সোজা গিয়ে লাগে তাঁর প্যাডে। আম্পায়ার সঙ্গে সঙ্গে তাঁকে আউট দেন। ডিআরএস নেন শফিক। তবে সফল হননি। টিভি আম্পায়ার আকবর আলি আউটের সিদ্ধান্ত বহাল রাখেন।
উল্লেখ্য চলতি সিরিজের প্রথম ম্যাচেই শূন্য রানে আউট হন শফিক। সেদিন আফগানদের বিরুদ্ধে ২ বল খেলে ০ রান করে আউক হয়েছিলেন তিনি। এই ম্যাচে আফগানদের কাছে হারতে হয়েছিল পাকিস্তানকে। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে পরপর দুটি টি-২০ ম্যাচে শূন্য আউট হয়েছিলেন তিনি। তবে সেই ঘটনা ঘটেছিল ২০২০ সালে। প্রায় বছর তিনেক বাদে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক টি-২০তে খেলতে নামলেও ভাগ্য বদলালো না তাঁর। ২০২০ সালে প্রথমে অকল্যান্ডে এবং পরবর্তীতে হ্যামিলটনে শূন্য রানে আউট হয়েছিলেন শফিক। দুটি ম্যাচেই দুই বলে শূন্য করে আউট হয়েছিলেন তিনি। এদিন প্রথমে ব্যাট করে ছয় উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৩০ রান করেছে পাকিস্তান দল। একটা সময়ে ৬৩ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল তারা। সেখান থেকে তাদেরকে টেনে তোলেন ইমাদ ওয়াসিম এবং শাদাব খান জুটি। ইমাদ ওয়াসিম ৬৪ রানে অপরাজিত থাকেন। শাদাব আউট হয়ে যান ৩২ রান করে। আফগানিস্তানের হয়ে দুটি উইকেট নেন ফজলহক ফারুকি।
For all the latest Sports News Click Here