টানা ৪ ম্যাচে জয়, এগিয়ে চলেছে মুম্বই সিটির বিজয় রথ, ISL-এ প্রথম হারল চেন্নাই
আইএসএলের নিজেদের দ্বিতীয় ম্যাচে একটু হোঁচট খেয়েছিল মুম্বই সিটি এফসি। কিন্তু তার পর থেকে টানা জিতে চলেছে তারা। গোয়ার কাছে প্রথম ম্যাচে দুরন্ত জয়ের পর দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদের কাছে হেরে বসে থাকতে হয় মুম্বইকে। এর পর তারা ঘুরে দাঁড়িয়ে টানা ৪ ম্যাচে জয় ছিনিয়ে নিল। বুধবার চেন্নাইয়িন এফসি-কে ১-০ গোলে হারাল। এ বার আইএসএলে এই প্রথম কোনও ম্যাচে হারল চেন্নাইয়ের টিমটি। এর আগে চেন্নাই দু’টো ম্যাচ জিতেছিল, দু’টো ম্যাচ ড্র করেছিল। বুধবার ফতোরদায় রাহুল ভেকের একমাত্র গোলে জয় ছিনিয়ে নেয় মুম্বই।
এ দিনের ম্যাচে প্রথম আধ ঘণ্টা রীতিমতো দাপট দেখিয়ে খেলে মুম্বই সিটি এফসি। কিন্তু তার পর থেকেই ধীরে ধীরে খেলার রাশ নিজেদের হাতে নিতে শুরু করে চেন্নাইয়িন এফসি। বিরতির আগে গোলের জন্য মরিয়া হয়ে উঠেছিল চেন্নাইয়ের টিমটি। প্রাণবন্ত প্রথমার্ধে অবশ্য কোনও দলই গোলের মুখ খুলতে পারেনি। খেলার ফল ছিল গোলশূন্য।
ম্যাচের দ্বিতীয়ার্ধে অবশ্য তুলনামূলক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মুম্বই সিটি এফসি। তবে চেন্নাইয়ের রক্ষণ তারা ভাঙতে পারছিল না। শেষ পর্যন্ত ৮৬ মিনিটের মাথায় চেন্নাইয়িন এফসির জালে বল জড়ান রাহুল ভেকে। আহমেদ জাহৌয়ের ফ্রি কিকের দিকে নজর ছিল ভেকের। বিশাল কাইথ পাঞ্চ করে বল বিপন্মুক্ত করার চেষ্টা করলেও সফল হননি। হেডে জয়সূচক গোলটি করে যান ভেকে। তবে গোল হজমের পরে সমতা ফেরানোর জন্য সে ভাবে আর সুযোগ তৈরি করতে পারেনি চেন্নাই।
এ দিনের জয়ের ফলে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল মুম্বই সিটি এফসি। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকল চেন্নাইয়িন এফসি। ম্যাচের সেরার পুরস্কারটি পেয়েছেন গোলদাতা রাহুল ভেকে।
For all the latest Sports News Click Here