টানা ৩ ম্যাচে হারতে খেপে লাল DC-র মালিক! প্রশ্ন তুললেন সৌরভের দলের মানসিকতা নিয়ে
শুভব্রত মুখার্জি: ২০২২ সালেও তিনি ছিলেন স্বপ্নের ফর্মে। তবে ২০২৩ সালে এসে কোথাও যেন কেটে গিয়েছে তাল। সূর্যকুমার যাদবের ব্যাট থেকে হঠাৎ উধাও ছন্দ। যাকে কিনা কয়েকদিন আগে ও ভারতের ‘৩৬০ ডিগ্রি’ ক্রিকেটার বলা হচ্ছিল তিনি নাকি একটা রান করতে হিমশিম খাচ্ছেন! ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তিনটি ম্যাচের তিনটিতেই তিনি আউট হয়েছেন গোল্ডেন ডাক করে। সামনেই দেশের মাটিতে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ আর তার আগে সূর্যর এই ফর্ম হারানোর ফলে অনেকেই তাঁকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার দাবি তুলেছেন। তবে এমন আবহে তাঁর পাশে দাঁড়িয়েছেন অজিদের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। রিকি আরও একধাপ এগিয়ে দাবি করেছেন সূর্য এমন এক ক্রিকেটার যিনি ভারতকে বিশ্বকাপ এনে দেওয়ার ক্ষমতা রাখেন!
রিকি পন্টিংয়ের মতে সূর্যকুমারকে ভারতীয় টিম ম্যানেজমেন্টের পূর্ণ সমর্থণ দেওয়া উচিত। দ্য আইসিসি রিভিউতে পন্টিং বলেন, ‘সূর্যর গত ১২-১৮ মাস অনবদ্য সময় কেটেছে। গোটা বিশ্বের সকলে জানে সূর্যর কী ক্ষমতা রয়েছে। সাদা বলের ফর্ম্যাটে ও কতটা ভালো ব্যাটিং করতে পারে। আমার মনে হয় ভারতীয় টিম ম্যানেজমেন্টের উচিত সূর্যর পাশে থাকার। কারণ সূর্য হল এমন এক ক্রিকেটার যে ভারতকে বিশ্বকাপ এনে দিতে পারে। ওর ধারাবাহিকতা নিয়ে হয়ত কিছুটা সমস্যা রয়েছে। তবে ও এমন এক ক্রিকেটার যে গুরুত্বপূর্ণ সময়ে দলকে ম্যাচ জেতাতে পারে। অনেকটা স্বর্গীয় মহাতারকা অ্যান্ড্রু সাইমন্ডসের মতন।’
পন্টিং আরও যোগ করেন ‘ফলে আমি সূর্যর বিষয়টা ভারতের হয়ে এমনভাবেই দেখতে চাইব যে ও এমন এক ক্রিকেটার যে পারফরম্যান্সের মধ্যে দিয়ে যে কোনও সময়ে ম্যাচের রং বদলে দিতে পারে। আমি ম্যাচ উইনার ক্রিকেটারদেরকে নিয়েই দল গড়তে চাইব। আমার মতে সূর্য একজন ম্যাচ উইনার।’
ওয়ানডেতে সূর্যর সাম্প্রতিক খারাপ ফর্ম সম্পর্কে তাঁর মন্তব্য, ‘এমনটা হতেই পারে। প্রত্যেক ক্রিকেটার কোনও না কোনও সময়ে তাঁদের কেরিয়ারে এমন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন। তবে আমি নিশ্চিত নই যে আমি এর আগে কখনও ওয়ানডেতে কাউকে পরপর তিন ম্যাচে প্রথম বলেই আউট হতে দেখেছি। গোটা সিরিজে আগে কখনও আমি কাউকে এভাবে আউট হতে দেখেছি বলে মনে পড়ছে না। তবে এটাও বলব আমাদের সবার কেরিয়ারে এমন একটা সময় আসে। আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে কেরিয়ারে চড়াই উতরাই থাকবেই। আমার মনে হয় সূর্য ভারতের হয়ে পাঁচে ব্যাট করছিল, তাই না? এর থেকে নিচে টিম ম্যানেজমেন্ট ওকে ব্যাট করাতেও চাইবে না। কারণ ওদের হাতে হার্দিক (পান্ডিয়া), রবীন্দ্র (জাদেজা) এবং অক্ষরের (প্যাটেল) মতন ব্যাটাররা রয়েছেন। যারা লোয়ার মিডল অর্ডারে দারুণ ব্যাটিং করতে পারেন।’
For all the latest Sports News Click Here