টানটান লড়াই শেষে সুইস ওপেনের ফাইনালের টিকিট নিশ্চিত করলেন সিন্ধু, প্রণয়
শুভব্রত মুখার্জি: সুইজারল্যান্ডের রাজধানী শহর বাসেলের সেন্ট জ্যাকবসালে ভারতীয় শাটলারদের জন্য বরাবরের পয়মন্ত মাঠ। বিশেষ করে জোড়া অলিম্পিক পদকজয়ী শাটলার পিভি সিন্ধু এবং অপর শাটলার এইচ এস প্রণয়ের জন্য। এই মাঠেই আজ থেকে ছয় বছর আগে সুইস ওপেনের শিরোপা জিতেছিল প্রণয়। এই ভেন্যুতেই জাপানের নোজোমি ওকুহারাকে হারিয়ে বিশ্ব ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হয়েছিলেন সিন্ধু। সেই ভেন্যুতেই চলতি সুইস ওপেনের ফাইনালে চলে গেলেন ভারতের দুই তারকা শাটলার সিন্ধু-প্রণয়।
প্রসঙ্গত সিন্ধু গতবার ফাইনালে পৌঁছেও হেরেছিলেন ক্যারোলিন মারিনের কাছে। এবার সেমিফাইনালে থাইল্যান্ডের সুপানিডা কাথেথঙ্গকে হারিয়ে চলে গেলেন ফাইনালে। খেলার ফল সিন্ধুর পক্ষে ২১-১৮, ১৫-২১ এবং ২১-১৯। ৭৯ মিনিটের টানটান উত্তেজনার ম্যাচে শেষ হাসি হাসলেন সিন্ধু। এই নিয়ে পরপর তিনবার সুইস ওপেনের ফাইনালে পৌঁছলেন সিন্ধু। ফাইনালে চতুর্থ বাছাই অপর থাইল্যান্ডের শাটলার বুসানন ওঙ্গবামরুঙ্গফ্যানের বিরুদ্ধে খেলবেন তিনি।
সিন্ধুর সেমিফাইনালে জয়কে যেখানে কোনভাবেই ফ্লুক অ্যাখ্যা দেওয়া যায়না সেখানে কিন্তু নিজের সেমিফাইনালে রীতিমতো অঘটন ঘটিয়ে ফেললেন প্রণয়। তৃতীয় বাছাই এবং টোকিও অলিম্পিক গেমসে ব্রোঞ্জজয়ী ইন্দোনেশিয়ার অ্যান্থনি সিনিসুকা গিনথিংকে প্রণয় হারিয়ে দিয়ে চলে গেলেন ফাইনালে। গিনটিংয়ের বিরুদ্ধে প্রণয় লড়লেন দাঁতে দাঁত চেপে। এক ইঞ্চিও জমি কেউ কাউকে ছাড়তে রাজি ছিলেন না। এক ঘণ্টা ১২ মিনিট ধরে চলে এই লড়াই। প্রণয়ের পক্ষে খেলার ফল ২১-১৯, ১৯-২১ এবং ২১-১৮। ২১০১৭ সালে ইউএস ওপেনের ফাইনালে খেলার পরে ফের একবার কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে গেলেন প্রণয়। ফাইনালে প্রণয় মুখোমুখি হবেন প্রাক্তন এশীয় গেমসে চ্যাম্পিয়ন ক্রমতালিকায় ৪ নম্বরে থাকা জোনাথন ক্রিস্টির।
For all the latest Sports News Click Here