‘টাকা পয়সা আমায় আর আকৃষ্ট করে না ‘, ডেটে যাওয়ার জন্য কেমন পুরুষ চান উরফি
মাথা ঘোরানো অদ্ভুত ফ্যাশন? এসব শুনলেই হলফ করে বলতে পারি একজনেরই নাম অধিকাংশ লোকের মনে আসে, আর তিনি হলেন এক এবং অদ্বিতীয়ম উরফি জাভেদ। তিনি একদিকে যেমন তাঁর সাহস, ফ্যাশন এবং স্টাইলের জন্য প্রশংসিত হন তেমনই অনেকেই তাঁর সমালোচনা করেন। কটাক্ষের বন্যা বয়ে যায় তাঁর অদ্ভুত পোশাকের কারণে। তবে যতই নিন্দে মন্দ করুক লোকে, ভুলভাল কথা বলুক তবুও উরফি নিজে যা চান, যেটা পছন্দ করেন সেটাই করেন।
সম্প্রতি উরফি জাভেদ কুশ কপিলের শোতে এসেছিলেন। সেখানেই তাঁকে জিজ্ঞেস করা হয় যে তিনি কীভাবে এই সমালোচনাগুলোর মোকাবিলা করেন। এর উত্তরে এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলেন, ‘আমি এসব ডিল করি না। কারণ আমি এসব অ্যালাও করি না। আমি অনেক বদলে গিয়েছে। টাকা পয়সা আমায় আর আকৃষ্ট করে না কারণ আমি নিজেও যথেষ্ট টাকা রোজগার করি। এখন কাউকেই আমায় নিয়ে কোনও খারাপ বা কুরুচিকর মন্তব্য বলতে অ্যালাও করি না। আমি তোমায় বিয়ে করতে যাচ্ছি না, তোমার মায়ের সঙ্গেও দেখা করতে যাচ্ছি না। তাই আমার যা ইচ্ছে আমি তাই পরব। এটা আমার কাজ।’
উরফি এদিন আরও জানান যে তিনি এত ডেটে গিয়েছেন যে যা অন্য কোনও মানুষ ভাবতে পর্যন্ত পারবেন না। কোনও পুরুষ যদি তাঁকে প্রত্যাখ্যান করেন বা তাঁকে কষ্ট দেন তিনি তাতেও বিশেষ পাত্তা দেন না। কিন্তু এত সহজে তিনি কাউকে কী করে ভুলতে পারতেন? উত্তরে তিনি বলেন, ‘আমি একটাই স্টেপ ফলো করতাম, তাঁকে স্রেফ পাত্তাই দিতাম না। যে আমায় রিজেক্ট করেছে সে নিজে পরে আফসোস করবে। ব্যাস। এটাই। আমি আমার কাজ করে যাব।’
কিন্তু এখন যতই তিনি আর ডেটে যাওয়ার আগে সঙ্গী টাকা পয়সা দেখেন না বা কিছু একটা সময় কিন্তু বেছে বেছে সেই সব পুরুষদের প্রোফাইল রাইট সোয়াইপ করতেন যাঁদের কাছে দামী গাড়ি থাকত। এক যেমন বিএমডাব্লিউ, জাগুয়ার, অডি, ইত্যাদি।
উরফির কথায়, ‘ডেটে যাওয়ার আমার একটাই ক্রাইটেরিয়া থাকত। আমি সেই ব্যক্তির বিএমডাব্লিউ বা অডি দেখলেই পছন্দ করে ফেলতাম তখন। আমি পাঁচতারা হোটেলে যেতে চাইতাম। আমি কোনও ক্যাফেতে যেতে চাইনি।’
For all the latest entertainment News Click Here