টাকা নয়, মেয়ের জন্যই ১০ বছর পরে BBL-এ খেলছেন, দাবি ওয়ার্নারের
শুভব্রত মুখার্জি: দীর্ঘ ১০ বছর ঘরোয়া ফ্রাঞ্চাইজি টি-২০ লিগ বিগ ব্যাশে না খেলার পর এবার প্রত্যাবর্তন করছেন ডেভিড ওয়ার্নার। স্বাভাবিকভাবেই তার এই প্রত্যাবর্তন ঘিরে বেশ উৎসাহ, উন্মাদনা তৈরি হয়েছে। আর ২০১৩ সালের পরে ফের সিডনি থান্ডার্সের হয়ে বিগ ব্যাশ খেলতে চলা ওয়ার্নার জানিয়ে দিলেন তার মেয়েদের ইচ্ছাপূরণ করতেই তিনি ফের বিগ ব্যাশে। উল্লেখ্য দুই বছরের চুক্তিতে সিডনি থান্ডার্সে ফিরছেন ওয়ার্নার।
ওয়ার্নার জানিয়েছেন, ‘আমার মেয়েরা বলেছে, আমাকে ঘরের মাঠে বিগ ব্যাশে খেলতে দেখলে ভালো লাগবে তাদের। পরিবার হিসেবে বিগ ব্যাশের অংশ হওয়াটা আমাদের জন্য দারুণ হবে। তাদের সঙ্গে এটি ভাগ করে নিতেও উন্মুখ হয়ে আছি আমি।’ ওয়ার্নার বলছেন, তাঁর অংশগ্রহণ ভবিষ্যৎ প্রজন্মকে উজ্জীবিত করবে বলে আশাবাদী তিনি, ‘এই খেলার প্রতি আমার নিবেদন অনেক। আমি জানি, পেশাদার ক্রিকেটার হিসেবে আজ আমি যা উপভোগ করছি, তার বেশির ভাগই আমার আগে খেলে যাওয়া সিনিয়র ক্রিকেটারদের অবদানের কারণে। খেলাটির কাঠামোই এমন। আশা করি ভবিষ্যতে বিগ ব্যাশে আমার অবদান আমার অবসরের অনেক পরও পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের উৎসাহিত করবে।’
ওয়ার্নারের বিগ ব্যাশে প্রত্যাবর্তন তাৎপর্যপূর্ণ দীর্ঘদিন তাঁর অনুপস্থিতির কারণে। মাঝধানে সংযুক্ত আরব আমিরশাহি ও দক্ষিণ আফ্রিকার নতুন দুটি টি-২০ লিগ আসার পর এমনিতেই কোণঠাসা হয়ে পড়ার জায়গায় বিগ ব্যাশ। সেখানে নিজের দেশের ক্রিকেটারকেই যদি ঘরোয়া ফ্রাঞ্চাইজি লিগে আটকে রাখা না যায়, তাহলে আর ‘মর্যাদা’হানি হত ক্রিকেট অস্ট্রেলিয়ার। সেই অবস্থা থেকে মুক্তি পেতেই ওয়ার্নারকে এবার খেলাতেই বদ্ধপরিকর ছিলেন অস্ট্রেলিয়ার বোর্ড কর্তারা।
গরমের মরশুমে আন্তর্জাতিক সূচির সঙ্গে সংঘর্ষের কারণে বলে তিন সংস্করণে খেলা অস্ট্রেলীয় ক্রিকেটাররা এমনিতেও বিগ ব্যাশে খেলার সুযোগ পান না। তবে এবার সেটি তৈরি হয়েছিল। বিপত্তি বাধে আমিরশাহির নতুন ওই লিগ।
বিগ ব্যাশের সঙ্গে চুক্তিতে না থাকা ওয়ার্নার, আরব আমিশাহিতে ইন্টারন্যাশনাল লিগ টি-২০তে খেলতে চান বলেই জানা গেছিল। এরপরই কোমর বেঁধে নামে ক্রিকেট অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ওয়ার্নারকে নিজেদের লিগে রাখতে সফলও তারা। ২০১৩ সালে থান্ডার্সের হয়েই বিগ ব্যাশে অভিষেক হয়েছিল তার। তাদের হয়ে ২টি বিগ ব্যাশ ম্যাচ খেলেছিলেন ওয়ার্নার। একটি খেলেছিলেন সিডনি সিক্সার্সের হয়ে।
সিডনি থান্ডারর্সের হয়ে নিয়মিত মরশুমে এবার কমপক্ষে পাঁচটি ম্যাচ খেলার কথা অস্ট্রেলীয় এই ওপেনারের। বিগ ব্যাশের ড্রাফটে সর্বোচ্চ প্লাটিনাম শ্রেণিতে থাকা ক্রিকেটারদের মতোই প্রায় ২ লাখ ৩৩ হাজার ইউএস ডলার পাবেন তিনি।
For all the latest Sports News Click Here