টাকা নয়ছয়ের অভিযোগ, প্যারিস অলিম্পিক্সের স্থানীয় আয়োজক কমিটির অফিসেই তল্লাশি
শুভব্রত মুখার্জি: ২০২৪ সালের অলিম্পিক্সের আসর বসতে চলেছে ফ্রান্সের প্যারিস শহরে। সেই আয়োজনকে ঘিরে এখন সাজসাজ রব গোটা প্যারিস শহরে। আর সেখানেই নাকি এবার স্থানীয় আয়োজক কমিটির অফিসে হানা দিলেন ফ্রান্সের ফিন্যান্সিয়াল প্রসিকিউটরের কর্তারা। অভিযোগ গুরুতর। টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে! টাকার যে তহবিল অলিম্পিক গেমস আয়োজনের জন্য দেওয়া হয়েছিল, সেই তহবিল থেকেই বিপুল অঙ্কের টাকা সরানোর অভিযোগ উঠেছে!
আরও পড়ুন: মিলনমেলা প্রাঙ্গনে মার্টিনেজকে সামনে থেকে দেখার, তাঁর জীবনের গল্প শোনার সুযোগ থাকছে, তবে টিকিটের দাম কত জানেন?
জাতীয় ফিন্যান্সিয়াল প্রসিকিউটরের অফিসের (পিএনএফ) তরফে এই তল্লাশি অভিযানের সত্যতার কথা মেনে নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তও শুরু হয়েছে স্থানীয় আয়োজক কমিটির বিরুদ্ধে। ২০১৭ সালেই শুরু হয় প্রাথমিক তদন্ত। গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আসরের আয়োজক কমিটির তরফে অভিযোগ জানিয়ে যোগাযোগ করা হয়েছিল পিএনএফের সঙ্গে। তার পরেই নড়েচড়ে বসেন তারা। এত দিন গোপনে তথ্য সংগ্রহের কাজ চলেছে। তার পরেই আঁটঘাট বেঁধে এই তল্লাশি অভিযানে নামা হয়েছে। টাকা নয়ছয়ের অভিযোগ তো রয়েইছে। তার পাশাপাশি রয়েছে স্বজনপোষন এবং অনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ারও অভিযোগ।
আরও পড়ুন: এমবাপের গোলে ভাঙল ৬৪ বছরের পুরনো রেকর্ড, জিতল ফ্রান্স, সাকার হ্যাটট্রিকে ৭-০ বড় জয় ইংল্যান্ডের
অলিম্পিক্স এবং প্যারালিম্পিক্সের পরিকাঠামোর বিষয় দেখছে যে কোম্পানি, সেই সলিদেঁওর অফিসেইও চলেছে তল্লাশি অভিযান। ২০২২ সালেই ফ্রান্সের অ্যান্টি কোরাপশন এজেন্সির তরফে সলিদেঁওর অডিট করা হয়েছিল। সেখান থেকেই নাকি বেশ কিছু ফাঁকফোকর পাওয়া গিয়েছিল হিসেবে। সেই সব জায়গাকেই পাখির চোখ করে তদন্তে এবার গতি আনতে কোমর বেঁধে নেমেছে পিএনএফ। প্যারিস ২০২৪ আয়োজক কমিটির তরফে জানানো হয়েছে, ‘আমাদের হেড কোয়ার্টারে বর্তমানে তল্লাশি চালানো হচ্ছে। স্থানীয় আয়োজক কমিটির অফিসে তল্লাশি চালানো হচ্ছে। প্যারিস ২০২৪ তদন্ত কমিটিকে সব বিষয়ে পূর্ণাঙ্গ সহযোগিতা করার অঙ্গীকার করছে। এই মুহূর্তে এর বাইরে আমাদের আর কোন কিছুই বলার নেই।’ প্রসঙ্গত, ২০২৪ সালের অলিম্পিক গেমস শুরু হবে ২৬ জুলাই থেকে। চলবে ১১ অগস্ট পর্যন্ত। প্যারালিম্পিক গেমস খেলা হবে ২৮ অগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।
For all the latest Sports News Click Here