টাকার জন্য ‘ব্রহ্মাস্ত্র’ পার্ট ১ করেননি রণবীর! মুখ খুললেন পরিচালক অয়ন
‘হিট হয়েছে ব্রহ্মাস্ত্র’ এমনটাই দাবি করা হচ্ছে ছবি নির্মতাদের তরফে। তবে বাস্তব চিত্রটা অন্য কিছু বলছে। আসল কালেকশন এবং লাভের ক্ষেত্রে জিনিসগুলি এখনও অস্পষ্ট। অনেকেই এই ছবিকে ‘ব্লকবাস্টার’ বলে দাবি করেছেন।
অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই সাই-ফাই ফ্যান্টাসি ড্রামা মুক্তি পেয়েছে গত ৯ই সেপ্টেম্বর। ছবির বাজেট প্রায় ৪১০ কোটি, সঙ্গে প্রোমোশনের খরচ মেলাতে তা প্রায় ৬০০ কোটি ছুঁয়ে ফেলবে। এত বড়মাপে তৈরি একটি ছবির সাফল্য তাই নির্ভর করে বক্স অফিস কালেকশন নয়, প্রাপ্ত লভ্যাংশের উপর। আরও পড়ুন: জ্যাকলিনের প্রেম থেকে মিটু অভিযোগ! বারবার খবরে আসা সাজিদ খান এবার বিগ বসের ঘরে?
কোটি কোটি খরচ হয়েছে VFX-এ, সেক্ষেত্রে ছবির দুই লিড কাস্ট রণবীর কাপুর এবং আলিয়া ভাটকে পারিশ্রমিক কিছুটা নামিয়ে আনতে হয়েছে, অনেকেরই মনে প্রশ্ন ছিল এই বিষয়। সেই বিষয়েই প্রতিক্রিয়া জানিয়েছেন পরিচালক অয়ন মুখোপাধ্য়ায়।
এ বিষয়ে বাণিজ্য বিশ্লেষক কোমল নেহতার সঙ্গে কথা বলতে গিয়ে খানিক অস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন অয়ন। রণবীর কাপুরকে প্রশ্ন করা হলে, অভিনেতার পরিবর্তে অয়ন বলেন, ‘সত্যি কথা বলতে, অনেক ব্যক্তিগত ত্যাগের পর এই ছবি তৈরি হয়েছে। এটাও সত্যি যে একজন তারকা অভিনেতা হিসেবে রণবীর যে পরিমাণে আয় করেন, ব্রহ্মাস্ত্র তৈরির ক্ষেত্রে তিনি তেমন কিছুই পারিশ্রমিক নেননি। এটি একটি খুব, খুব বড় ব্য়াপার, নয়তো এই ছবিটি করা সম্ভব হত না।’ আরও পড়ুন: কেবিসির সেটে কেন হারেম প্যান্ট পরেছিলেন অমিতাভ! ফাঁস করলেন সেই গল্প
আলিয়া প্রসঙ্গে অয়ন বলেন, ‘২০১৪ সাল, ইন্ডাস্ট্রিতে নবীন আলিয়া। সবে মাত্র কয়েকটা ছবি মুক্তি পেয়েছিল ওঁর। আজ যেমন ও তারকা সেই সময়ের বিষয়টা আলাদা ছিল। এই ছবিতে আলিয়ার জন্য যে পরিমাণ পরিশ্রমিক নির্ধারণ করা হয়েছিল, তা খুব একটা বেশি ছিল না। তবে সেই ছোট পরিমাণও, যতক্ষণ না আমরা ছবিটি শেষ করেছি, এমনকি আলিয়া বলেছিলেন যে এর পুরোটাই ছবিটি তৈরিতে চলে গিয়েছে।’ আরও পড়ুন: Janhvi Kapoor: যেন ফেটে বেরিয়ে আসছে, গ্ল্যামার! যে পোশাকে সামনে এলেন জাহ্নবী
রণবীর অবশ্য স্পষ্ট উত্তর দিয়েছেন, ‘আমি যে প্রশ্ন করেছেন, আমি কোনও চার্জ করেছি কি করিনি, আসলে আমি পরিশ্রমিক নিয়েছি। এটি আমার জীবনের জন্য একটি ইক্যুইটি, আমি ছবিটির সহ প্রযোজকও। আমি দূরদর্শী। আমি পার্ট ১ এর জন্য চার্জ করিনি। কিন্তু আমার বিশ্বাস আছে যে ছবিটি তিনটি অংশ তৈরি হবে। অভিনেতা হিসেবে যতটা পেয়েছি, তা অমূল্য।’
For all the latest entertainment News Click Here