টাই হওয়া ODI-এ সর্বাধিক স্কোর,২৫ বছর পর নয়া রেকর্ড উইন্ডিজ-নেদারল্যান্ডস ম্যাচে
শুভব্রত মুখার্জি: হারারে স্পোর্টস ক্লাবের মাঠে বিশ্বকাপের কোয়ালিফায়ারের ম্যাচে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস এবং ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচে দুই দলের ব্যাটারদের ব্যাট থেকেই এল ঝুড়ি ঝুড়ি রান। ইংরেজি পরিভাষায় যাকে বলে, ‘রান ফেস্ট’ অর্থাৎ রানের উৎসব। আর তার সাক্ষী থাকল গোটা ক্রিকেট বিশ্ব। মাঠে উপস্থিত দর্শকরা সহ টিভির পর্দায় চোখ রাখা সমর্থকেরা সাক্ষী থাকল টানটান উত্তেজনার এক ম্যাচের। যেখানে একেবারে শেষ বল পর্যন্ত লড়াই হল দুই দলের। ম্যাচে বিজয়ী দলকে বেছে নিতে সাহায্য নিতে হল সুপার ওভারের। আর এই ম্যাচে দুই দল সাক্ষী হয়ে থাকল এক অনন্য নজিরের।
আরও পড়ুন: সুপার ওভারে উইন্ডিজকে নাস্তানাবুদ করে জয় ডাচেদের, বিশ বাও জলে ক্যারিবিয়ানদের বিশ্বকাপের আশা
বিশ্ব ক্রিকেটের ইতিহাসে টাই হয়ে যাওয়া ওয়ানডে ম্যাচে সর্বোচ্চ রানের নজির হল এই ম্যাচেই। ফলে একদিকে ক্যারিবিয়ানরা যেমন অংশীদার হয়ে থাকল লজ্জার নজিরের, ঠিক তেমনই ডাচরা অংশ হয়ে থাকল নয়া কৃতিত্বের। প্রসঙ্গত এই ম্যাচেই দুই দলই স্কোর করে ৩৭৪ রান। যা ভেঙে দিল ২৫ বছরের পুরনো নজিরকে। ২০০৮ সালে নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ডের ম্যাচে দুই দল করেছিল ৩৪০ রান করে। ২০১১ বিশ্বকাপে ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচে দুই দল করেছিল ৩৩৮ রান করে। ২০১৮ সালে টাই হওয়া এক ওডিআইতে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ দুই দল করেছিল ৩২১ রান করে। ২০১৪ সালে ভারত বনাম নিউজিল্যান্ডের এক টাই হওয়া ওয়ানডে ম্যাচে দুই দল করেছিল ৩১৪ রান করে।
আরও পড়ুন: ৪০০-র উপর রান করে রেকর্ডের পাশাপাশি আমেরিকাকে ৩০৪ রানের বড় হারিয়েও নজির গড়ল জিম্বাবোয়ে
পাশাপাশি এদিন অল্পের জন্য আরও একটি নজির হাতছাড়া হয়েছে নেদারল্যান্ডস দলের। আইসিসির আ্যাসোসিয়েট দেশগুলোর মধ্যে ওডিআই ক্রিকেটে সর্বাধিক রান করা দলের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল তারা। প্রথম স্থানে রয়েছে নামিবিয়া। তারা ২০১৯ সালে পাপুয়া নিউগিনির বিরুদ্ধে করেছিল ৮ উইকেটে ৩৮১ রান। আর এদিন নেদারল্যান্ডস ৯ উইকেট হারিয়ে তুলল ৩৭৪ রান। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে স্কটল্যান্ড। তারা ২০১৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে ৩৭১ রান করেছিল। এদিন ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে দুই দল ৩৭৪ করে রান করে। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডস। তাদের হয়ে জেসন হোল্ডারের বলে লোগান ভ্যান বিক এক ওভারে ৩০ রান নেন। যার জবাবে মাত্র আট রানেই আটকে যায় ক্যারিবিয়ানরা। গত ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে হারের পরে এই ম্যাচেও নেদারল্যান্ডসের বিপক্ষে হার বিশ্বকাপের খেলার স্বপ্ন থেকে কার্যত দূরে সরিয়ে দিল দু’বারের ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়নদের।
For all the latest Sports News Click Here