‘টাইপিংয়ের ভুলে ডোপিংয়ের দোষ’, অবসাদ কাটিয়ে ফেরার লক্ষ্যে মীরার ‘পার্টনার’ চানু
শুভব্রত মুখার্জি: ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে একসঙ্গে পথ চলা শুরু হয়েছিল মণিপুরের দুই কন্যার। একজন মীরাবাঈ চানু, অপরজন সঞ্জিতা চানু। এরপরের ঘটনা সকলের জানা। টোকিও অলিম্পিক গেমসে দেশকে পদক এনে দেন মীরাবাঈ চানু। এরপর ফের একবার বার্মিংহাম কমনওয়েলথ গেমসেও সোনা জেতেন মীরা। মীরার পাশাপাশি বিন্দারানি দেবীও এবার কমনওয়েলথ গেমসে পদক পেয়েছেন। মণিপুরের সাইতেই অনুশীলন করেন এই দুই লিফ্টার। যেখানে আবার অনুশীলন করেন সঞ্জিতাও। যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ডোপিংয়ের। যদিও পরবর্তীতে জানানো হয় সঞ্জিতা নির্দোষ। টাইপিংয়ের ভুলে এটি হয়েছে। সেই অভিযোগ থেকে মুক্তি পেলেও জীবনের কয়েকটি গুরুত্বপূর্ণ বছর নষ্ট হয়ে যায় সঞ্জিতার। এখন সেই নষ্ট হয়ে যাওয়া সময় ফেরত পেতেই লড়াই চালাচ্ছেন তিনি।
দি ব্রিজকে দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জিতা জানিয়েছেন, ‘মীরাবাঈ আর আমাকে শেষবার একধরনের রিসেপশন দেওয়া হয়েছিল। এখন আমাকে শুধু ফটো দেখেই ভালো থাকতে হচ্ছে। মীরাবাঈয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ ওর জিততে থাকাটা চালিয়ে যাওয়া। এটা মণিপুর এবং ভারতের জন্য গুরুত্বপূর্ণ। আমরা প্রার্থনা করছিলাম যাতে করেও সোনা জেতে।’
সঞ্জিতা আরও যোগ করেন ‘আমি পুরোপুরি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম যখন ইন্টারন্যাশনাল ফেডারেশন আমাকে ডোপিংয়ে অভিযুক্ত করেছিল। আমি বুঝতেই পারছিলাম না কি হচ্ছে। কষ্ট পাচ্ছিলাম যখন লোকেরা এই গুঞ্জনটা নিয়েই কথা বলছিল। যে মানুষগুলো আমাকে ভালোবাসা দিয়ে ভরিয়েছিল তারাই আমাকে সন্দেহের চোখে দেখছিল বিষয়টা আমাকে আঘাত করে। ওদের কাজ তো শেষ হয়ে গিয়েছিল টাইপিং এরর হয়েছে বলে। আমার কেরিয়ারের তো মূল্যবান সময় নষ্ট হয়ে গিয়েছিল। ভারতের ফেডারেশনও সেই সময় নিশ্চুপ ছিল। ২০১৮ সালে যে অর্জুন পুরস্কার আমার জন্য ঘোষনা করা হয়েছিল তা আজ পর্যন্ত পাইনি আমার নাম থেকে সব কলঙ্ক মুছে যাওয়ার পরেও। ফেডারেশন আমাকেই জিজ্ঞাসা করে আমি পেয়েছি কিনা। এটা জানাটা কি তাদের দায়িত্ব নয়?’
সঞ্জিতা জানান, ‘আমি আন্তর্জাতিক ফেডারেশনকে অনেকবার ইমেল করেছি আমার নামের সঙ্গে কার নামের ভুলটা হয়েছিল তা জানতে। আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছিল। আমি খালি ভাবার চেষ্টা ওরা কাকে বাঁচানোর চেষ্টা করছিল। আমি এখন এসব নিয়ে ভাবনা ছেড়ে দিয়েছি। যে সময়টা নষ্ট গেছে এখন সেটার ভরপাই করাই আমার লক্ষ্য।’
For all the latest Sports News Click Here